Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৪ ১৩:৩৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে সড়কের পাশ থেকে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত ব্যক্তির (৬০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে মানসিক ভারসম্যহীন ওই ব্যক্তির মাথায় ক্ষতচিহ্নসহ মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ জুন) সকালে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের সন্তোষপুর তেল পাম্পের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জীবননগর থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ওসি) এস.এম. জাবীদ হাসান জানান, বেশ কিছুদিন থেকেই অজ্ঞাত মানসিক ভারসম্যহী ওই ব্যক্তি সন্তোষপুর তেল পাম্পের কাছে থাকতেন। স্থানীয় লোকজন তাকে খাবার দিতেন। সেই খাবার খেয়ে তিনি সেখানে রাত যাপন করতেন। ধারণা করা হচ্ছে, আজ ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যে কোনো এক সময় জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে দ্রুতগতির পরিবহণের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

চুয়াডাঙ্গা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর