Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সব গৌরবোজ্জ্বল ইতিহাস আওয়ামী লীগের সিদ্ধান্তের ফসল’

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২৪ ২৩:২৩

চট্টগ্রাম ব্যুরো: বাংলাদেশের সব গৌরবোজ্জ্বল ইতিহাস আওয়ামী লীগের সুচিন্তিত সিদ্ধান্তের ফসল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

শুক্রবার (২৮ জুন) বিকেলে আওয়ামী লীগের হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত আনন্দ র‍্যালি শেষে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

মহিউদ্দিন বাচ্চু বলেন, ‘দেশের সব গৌরবোজ্জ্বল ইতিহাস, স্বাধীনতা যুদ্ধসহ স্মার্ট বাংলাদেশ স্বপ্ন বাস্তবায়নের আন্দোলন, সংগ্রাম সকল কিছুই আওয়ামী লীগের সুচিন্তিত সিদ্ধান্তের ফসল।’

শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আলমের সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সরোয়ার্দীর সঞ্চালনায় পথসভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এর আগে নগরীর মুরাদপুর সিরাজ শপিং কমপ্লেক্সের সামনে বেলুন উড়িয়ে প্লাটিনাম জয়ন্তীর আনন্দ র‌্যালীর উদ্বোধন করেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। পরে মুরাদপুর মোড় থেকে আনন্দ র‌্যালীটি ষোলশহর মোড় হয়ে জিইসি প্রদক্ষিণ করে নাসিরাবাদ সিএন্ডবি মোড়ে এসে শেষ হয়।

এসময় নগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো. হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাবেক যুগ্ম আহবায়ক কেবিএম শাহজাহান, নাজমুল আহসান, কমল বড়ুয়া, এসএম খালেদ বাবলু, শাহজাহান সুফী, আব্দুল্লাহ আল মামুন, মশিউর রহমান দিদার, নুরুল আনোয়ার, আবুল বশর ও শফিকুল ইসলাম রিপন উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

আওয়ামী লীগ চট্টগ্রাম-১০ আসন

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর