Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে নিজ ঘরে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ২২:৩৫

যশোর: যশোরের মণিরামপুরে মঙ্গলী ওরফে পলি (৪০) নামের তৃতীয় লিঙ্গের একজনের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) রাতে উপজেলার সাতনল গ্রামে নিজ বাড়ি থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তার বিস্তারিত জানায়নি পুলিশ।

জানা যায়, উপজেলার ঘুঘুদহ গ্রামের মৃত আব্দুল খালেকের সন্তান মঙ্গলী পার্শ্ববতী সাতনল গ্রামে জমি কিনে বাড়ি করে একাকী বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঘরে ঘুমানোর পর থেকে মঙ্গলীর কোন সাড়া শব্দ না পাওয়ায় শুক্রবার রাত ৭টার দিকে স্থানীয় লোকজন বাড়িতে যায়। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার রাতে ঘুমানোর পর তার সাড়া না পাওয়ায় শুক্রবার সন্ধ্যায় তার বাড়িতে যান স্থানীয় লোকজন। তাকে ডাকাডাকির পরও সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মেহেদি মাসুদ জানান, মঙ্গলীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তবে কারা এবং কী কারণে হত্যার শিকার হয়েছেন তা উদঘাটনের চেষ্টা চলছে।

সারাবাংলা/এমও

খুন তৃতীয় লিঙ্গ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর