Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ২২:০৪

খুলনা: খুলনার রূপসা উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুন) বিকেলে উপজেলার পুটিমারী বিলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা দেখতে জেলার দূর-দূরান্ত থেকে হাজারও মানুষ ভিড় করেন। ডোমরা চন্দনশ্রী যুব কল্যাণ সংঘ এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে খুলনা টাইগার, দ্বিতীয় হয়েছে অভয় নগর আলম ডাঙ্গার রাকিবের ঘোড়া এবং তৃতীয় হয়েছে অভয় নগরের তকির মোল্লার ঘোড়া।

ইউপি সদস্য আ. সালাম শেখ বলেন, সময়ের আবর্তনে ঘোড়া দৌড় প্রতিযোগিতা বিলুপ্ত প্রায়। আমরা এই ঐতিহ্যকে টিকিয়ে রাখাতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিবছর ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে নানা শ্রেণি-পেশার হাজারোও মানুষ ছুটে আসে।

এ সময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিব। উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শ্রীফলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মিজানুর রহমান, সমর কুমার কুন্ডু, সরকারি কর্মচারী সমিতির সভাপতি আবু আসলাম শেখ, সাধারণ সম্পাদক শেখ আ. সবুরসহ অন্যরা।

সারাবাংলা/একে

খুলনা ঘোড়দৌড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর