Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে গ্রেফতার ২

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৪ ১৭:২৬

ঢাকা: ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা। গ্রেফতাররা হলেন- মো. সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদ (২৯)।

বৃহস্পতিবার (২৭ জুন) রাতে তেজগাঁও থানার বাউলবাগ এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ জুন) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘোরাফেরা করেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। গতকাল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তারক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করত। গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সারাবাংলা/ইউজে/এমও

এক্সপ্রেসওয়ে গ্রেফতার ২ মালামাল চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর