জয়পুরহাটে শহিদ মিনার এলাকা পরিষ্কার করলেন স্বপ্নবাজ তরুণেরা
২৭ জুন ২০২৪ ২২:৪৪ | আপডেট: ২৭ জুন ২০২৪ ২৩:০০
জয়পুরহাট: ‘বাড়ি আমার, গাড়ি আমার, রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাটি, দেশটা তবে কার। এই শহর আমার, দেশ আমার। পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।’ এই প্রতিপাদ্য সামনে রেখে শহরের প্রাণ কেন্দ্র শহিদ ডা. আবুল কাশেম ময়দান কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা পরিষ্কার করলেন জয়পুরহাট ফাউন্ডেশনের একদল স্বপ্নবাজ তরুণ।
বৃহস্পতিবার (২৭ জুন ) দিনব্যাপী নিজ উদ্যোগে শহিদ মিনার এলাকা পরিষ্কার করেন জয়পুরহাট ফাউন্ডেশনের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা । শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতেই তারা নিজেদের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করেন।
পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন সাফাওয়ান রহমান দিপু, আরাফাত হোসেন রাশেদুল ইসলাম রাকাত, আসিফ উর ইসলাম সবুজ, মানিকুজ্জামান বাপ্পি, শামীম ইশতিয়াক জেম, মাহফুজুর রহমান শান্ত, এস এম আশিকুর রহমান, তানভির মাহমুদ ফয়সাল, আরিফুজ্জামান আসিফ, মানিক দাস প্রমুখ।
কর্মসূচি চলাকালে শহীদ ডা. আবুল কাশেম ময়দান এলাকার কয়েকজন ব্যবসায়ী ও পথচারীকে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে সচেতন করা হয়। দিন শেষে ১৫ বস্তা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা হয়।
সারাবাংলা/একে