‘দুর্নীতি বন্ধে ব্যবস্থা নিলে শেখ হাসিনা মাহাথিরকে ছাড়িয়ে যাবেন’
২৭ জুন ২০২৪ ২১:১১
সংসদ ভবন থেকে: ব্যাংক লুট, বিদেশে অর্থপাচার এবং দুর্নীতির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর কামরুল ইসলাম বলেছেন, যদি এই অপকর্মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় তবে শেখ হাসিনা মালেশিয়ার মাহাথির মোহাম্মদকেও ছাড়িয়ে যাবেন।
বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে কামরুল ইসলাম এ কথা বলেন। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী ক্রমান্বয়ে চার বার রাষ্ট্রীয় ক্ষমতায়। আমি বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী মালেশিয়ার মাহাথির মোহাম্মদকে ছাড়িয়ে যাবেন; যদি দুর্নীতি, ট্যাক্স লুটেরা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। বিশ্বাস করি, ফের আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন, যদি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া যায়।’
তিনি বলেন, ‘এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আমরা যারা রাজনীতি করি আমাদের লজ্জা হয়, এই সমস্ত ব্যাংক লুটেরা বা যারা এসব কাজ করছে তাদের দেখে।’
কামরুল বলেন, ‘আবারও বলতে চাই, বিশ্বেরও অন্যতম সৎ রাষ্ট্রনায়ক আমাদের প্রধানমন্ত্রী। আমাদের দেশে ব্যাংক লুটেরা, অর্থপাচারকারীরা এবং এই সমস্ত দুর্নীতিবাজরা আমাদের গায়ে চুনকালি মাখতে পারে না। তাদের বিরুদ্ধে অবশ্যই জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া উচিত।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আজ যখন মাননীয় প্রধানমন্ত্রী অন্যতম একজন সৎ ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, বিশ্বের সৎ ব্যক্তিদের তালিকায় ১০ জনের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়; সেখানে দুর্নীতি যারা করে তাদের কোনোভাবেই বাংলাদেশ টলারেন্স করতে পারে না।’
তিনি বলেন, ‘অতীতে বিএনপি তাদের দুর্নীতিবাজ নেতাকর্মীদের শায়েস্তা করতে পারেনি। তাদের আইনের আওতায় আনতে পারেনি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ প্রমাণ করে দিয়েছে। বিভিন্ন সময় আমাদের মন্ত্রী-এমপিদের পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে- কিছুদিন আগে ক্যাসিনোকাণ্ডে আমাদের অনেকেই গ্রেফতার হয়েছেন। তাদের বিচারের আওতায় আনা হয়েছে।’
কামরুল বলেন, ‘দুর্নীতিতে বাংলাদেশ আজকে জিরো টলারেন্স- যে কথাটি প্রধানমন্ত্রী বলেন। এটা স্বীকার করতেই হবে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স আমরা। আামাদের নেতাকর্মীদের দুর্নীতি আমরা কোনোভাবেই ছাড় দিচ্ছি না।’
কামরুল ইসলাম বলেন, ‘যাদের বিরুদ্ধে আজ দুর্নীতির অভিযোগ উঠছে তারা কেন আইনকে ভয় পায়, তারা ভয় পেয়ে কেন বিদেশে চলে যায়? বেনজীর সাহেব বলেন বা ছাগল কাণ্ডের সেই কর্মকর্তা বলেন- তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের বিশ্বাস হয়, নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম