Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনজীরের আরও সম্পত্তি দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ২০:৫৮

ঢাকা: সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তার স্ত্রী জীসান মির্জার নামে থাকা ৬টি ফ্ল্যাট, ৫টি প্লট, ২টি অফিস স্পেস এবং বান্দরবানের ২৫ একর জমির ব্যবস্থাপনা, তদারিক ও রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।

বিজ্ঞাপন

যেসব সম্পত্তির দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- রূপগঞ্জ আনন্দ হাউজিং সোসাইটির ৬ কাঠার ৪টি প্লট যার মোট জমির পরিমাণ ২৪ কাঠা এবং এর উপরিস্থিত স্থাপনা যা সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট লি. এর নামে রেজিস্ট্রি করা। গুলশানে ৩ কাঠা জমির প্লট ও এর উপরিস্থিত স্থাপনা যা জীসান মীর্জার মালিকানাধীন। বাড্ডায় রূপায়ণ মিলিনিয়াম স্কয়ারে ৮ম তলায় দুটি অফিস স্পেস ও দুটি কার পার্কিংসহ ১১০.৮০ অযুতাংশ জমি যা সাউদার্ন বিজনেস ইনিশিয়েটিভের পক্ষে ম্যানেজিং পার্টনার জীসান মীর্জার নামে রেজিস্ট্রি করা।

এ ছাড়া বান্দরবানে ২৫ একর জমি ও এর উপরিস্থিত স্থাপনা এবং আদাবরের পিসি কালসার হাউজিংয়ে থাকা ৬টি ফ্ল্যাট।

এর আগে গত ৬ জুন বেনজীর আহমেদের আরও সম্পত্তির তত্ত্বাবধায়ক (রিসিভার) নিয়োগের আদেশ দেন আদালত।

সারাবাংলা/কেআইএফ/একে

জীসান মির্জা টপ নিউজ বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর