Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিএনপি ভারতবিরোধী কথাবার্তা বলে রাজনীতিতে টিকে থাকতে চায়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ১৭:৩৯ | আপডেট: ২৭ জুন ২০২৪ ২২:১৫

কুষ্টিয়া: বিএনপি ভারতবিরোধী কথাবার্তা বলে রাজনীতিতে টিকে থাকতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

ভারতকে বেশি সুবিধা দিতে যেয়ে দেশে যে ন্যায্য হিস্যা, সেই হিস্যা থেকে সরকার জনগণকে বঞ্চিত করছে বিএনপি-নেতাদের এমন অভিযোগের জবাবে এ কথা বলেন তিনি।

হানিফ বলেন, বিএনপি সবসময় পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করে রাজনীতিতে টিকে থাকতে চায়। সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য বিএনপি ভারতবিরোধী সেন্টিমেন্ট (মনোভাব) গড়ে তোলার একটা চেষ্টা করছে। এই ধরনের অযৌক্তিক কথা বলে লাভ নেই। ভারত আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র, আমরা আমাদের প্রতিবেশীসহ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রেখে দেশকে এগিয়ে নিতে চাই।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুব-উল-আলফ হানিফ বলেন, একটা দেশের সঙ্গে আরেকটা দেশের পারস্পরিক সহযোগিতা থাকবে এটা নীতিবাচক কিছু হতে পারে না। রাজনীতির স্বার্থে বিএনপি ভারত বিরোধী কথাবার্তা বলে রাজনীতি ও জনগণের মাঝে টিকে থাকতে চাই।

জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল একই ভাবে বেগম খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে হত্যার পরিকল্পনা করা হচ্ছে-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হানিফ বলেন, জিয়াউর রহমান হত্যার পর তার স্ত্রী বেগম খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। তখন কেন জিয়াউর রহমানের হত্যার বিচার করেননি? তার সন্তানরা কেন হত্যার বিচার চাননি? আগে এই বিষয়টা জনগণের কাছে পরিষ্কার করা উচিৎ। তাহলে বোঝা যাবে জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছিল। যারা হত্যা করেছিল জাতির সামনে তাদের মুখোশ উন্মোচিত হওয়া উচিৎ। বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে স্বভাবিক জীবনে ফিরে আসুক আমরা এমনটাই প্রার্থনা করি।

বিজ্ঞাপন

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. এহেতেশাম রেজা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আসগর আলিসহ জেলার বিভিন্ন দফতরের প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনইউ

টপ নিউজ হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর