Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ১৭:১৭

কুড়িগ্রাম: সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের একটি নালা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার আমিন বাজারের যোগাযোগ মোড় এলাকার নাগদাহ নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে নাগদাহ নালায় ভেসে থাকা মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এখন পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।

বেলগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জানান, খবর পেয়ে সরেজমিনে গিয়েও ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, অজ্ঞাত ব্যক্তি ৩/৪ দিন আগে মারা গেছেন। তার বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে পারে। নিহত ব্যক্তির পরিচয়সহ তার মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ চলছে।

সারাবাংলা/পিটিএম

নালা লাশ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর