Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, বিক্রি হলো নিলামে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ১৭:০১ | আপডেট: ২৭ জুন ২০২৪ ১৯:০৫

ঢাকা: খাল, সড়ক ও সিটি করপোরেশনের খাস জমিতে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার (২৭ জুন) মোহাম্মদপুরের বেড়িবাঁধ অঞ্চলে সিটি করপোরেশনের খাস জমিতে গড়ে তোলা দোকান, রেস্টুরেন্ট, কাঠের মিল, অন্যান্য ভবন ভেঙে ফেলা হয়। পরে উন্মুক্ত নিলামে ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়। ছয়জন মিলে এই নিলামে অংশ নেন।

এর আগে, দুপুর সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত অভিযান চালিয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ অঞ্চলে রামচন্দ্রপুর খালের ওপর গড়ে তোলা আলোচিত সাদেক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়। এ ছাড়াও পাশেই অবস্থিত আওয়ামী লীগের সাত মসজিদ ইউনিটের কার্যালয়ের আধাপাকা ভবনও ভেঙে ফেলা হয়।

বিজ্ঞাপন

উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির আহমেদ বলেন, ‘সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে আজকের এই অভিযান। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে এই অভিযান নয়। মহানগরীর খাল ও অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিক অভিযান চালাচ্ছে ডিএনসিসি।’

সারাবাংলা/আরএফ/একে

অবৈধ স্থাপনা টপ নিউজ মোহাম্মদপুর সাদেক অ্যাগ্রো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর