Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ১১:২৮ | আপডেট: ২৭ জুন ২০২৪ ১৫:৪৮

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোসাদ্দেকুল ইসলাম (২১) ও সাদিকুল ইসলাম (২৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ জুন) রাত ৮টার দিকে উপজেলার জে কে কলেজের সামনে বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দুপচাঁচিয়ার জিয়ানগর সোনারপাড়া এলাকার আকরাম হোসেনের ছেলে সাদিকুল ইসলাম এবং অপরজন জিয়ানগর এলাকার মোসাদ্দেকুল ইসলাম। তারা দুইজন কলেজ ছাত্র।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে কাহালুর রাবেয়া পার্কে বেড়াতে যান দুইবন্ধু। বাড়ি ফেরার পথে জে কে কলেজের সামনে বুধবার রাত ৮টায় অজ্ঞাতপরিচয় একটি ট্রাক পেছন থেকে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোসাদ্দেকুল মারা যান। গুরুতর আহত অবস্থায় সাদিকুলকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ট্রাকটি অজ্ঞাতপরিচয় হওয়ায় কাউকে আটক করা যায়নি। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বগুড়া মোটরসাইকেল আরোহী নিহত

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর