Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছের গুঁড়ি-খড়ি পাচার করে নিরাপত্তা কর্মচারী বরখাস্ত

ইবি করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২৪ ০৯:৫২ | আপডেট: ২৭ জুন ২০২৪ ১৩:৫৭

ইবি: ঈদের ছুটির মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মচারী ফরিদ উদ্দীন প্রটোকলে গাছের গুঁড়ি ও খড়ি পাচারের অভিযোগ উঠেছে। এই অভিযোগের প্রাথমিকভাবে প্রমাণও পেয়েছে প্রশাসন। এর প্রেক্ষিতে ওই কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরিদ উদ্দীন বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের কম্পিউটার অপারেটর। ঈদের ছুটিতে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইবি ক্যাম্পাস থেকে গাছের গুঁড়ি ও খড়ি নিয়ে যান তিনি। এই অপরাধে কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা-বিধির ১২ এর ১ ধারা অনুযায়ী ২৬ জুন অপরাহ্ন থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তবে বরখাস্ত থাকাকালীন বিধি অনুযায়ী জীবন-ধারণ ভাতা পাবেন।

এদিকে বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নেয় কর্তৃপক্ষ। পরে বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে ছাত্র-উপদেষ্টা ও প্রক্টরিয়াল বডি যৌথ জরুরি সভা করে। সেই সভায় এস্টেট প্রধানকে সরেজমিন পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়

পরবর্তীতে পরিদর্শন করে এস্টেট অফিস প্রতিবেদন দেয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদের কাছে। সেই প্রতিবেদনসহ প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠান তিনি।

প্রত্যক্ষদর্শী ও আনসাররা জানিয়েছে, গত ১৪ জুন আনুমানিক ভোর ৫টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক দিয়ে ৭-৮টি ভ্যানযোগে গাছের গুঁড়ি ও খড়ি পাচার হয়। এ সময় আনসার সদস্যরা ভ্যান বের হতে বাঁধা দেন। পরে ওই নিরাপত্তাকর্মচারী নিজে গিয়ে ‘ভ্যান পাসের’ ব্যাবস্থা করেন। এ সময় অভিযুক্ত সেই কর্মচারী বাইকযোগে ওই স্থানে টহলের মাধ্যমে প্রটোকল দিচ্ছিলেন এমন একটি ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।

বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি বাইক নিয়ে ফটকের বাইরে ভেতরে যাওয়া আসা করছিলেন। এ সময় একে একে কয়েকটি ভ্যান বের হতে দেখা যায়। সেগুলোতে কয়েকটি বড় গাছের গুঁড়ি আর কয়েকটিতে ছোট-বড় খড়ি ছিল। এদিকে ওই কর্মচারীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের লেকের পানি জমিতে সেচের অভিযোগও আছে।

তবে বিষয়টি অস্বীকার করেছেন নিরাপত্তা কর্মচারী ফরিদ উদ্দীন। তিনি বলেন, আমি একটি ভ্যানে কিছু খড়ি নিয়ে যাচ্ছিলাম। সিকিউরিটি প্রধান (আব্দুস সালাম সেলিম) স্যারের সঙ্গে কথা বলেই নিয়েছিলাম। পরে বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র কর্মচারী বাঁধা দিলে সেগুলো আমি আনসার ক্যাম্পের সামনে রেখে আসি।

বিশ্ববিদ্যালয়ের মালি আলতাফ হোসেন বলেন, ঈদের ছুটির আগে বিভিন্ন জায়গায় ১০০-১৫০ মণের মতো খড়ি কেটে রেখে ক্যাম্পাস থেকে গিয়েছিলাম। ক্যাম্পাসে ফিরে দেখি একটা খড়িও নেই।

প্রধান নিরাপত্তা কর্মাকর্তা আব্দুস সালাম সেলিম বলেন, ফরিদ আমাকে বলেছিল কিছু ছোট-খাটো খড়ি আর পাতা নিয়ে যাবে। তাই আমি বাঁধা দেইনি। যখন শুনলাম তিন ভ্যান খড়ি নিয়ে গিয়েছে আমি তাকে সব ফেরত দিয়ে যেতে বলেছি। আর এটা অবশ্যই চুরি এবং বড় অপরাধ। সিকিউরিটির দায়িত্বে থেকে এমন কাজ করা মোটেও সমীচিন নয়। প্রশাসনকে জানানো হয়েছে। ভিসি স্যার বাকি ব্যবস্থা নেবে।

এস্টেট প্রধান শামছুল ইসলাম জোহা বলেন, আমরা সরেজমিন পরিদর্শন করে প্রক্টরের কাছে প্রতিবেদন দিয়েছি। বাকি ব্যবস্থা প্রশাসন নেবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, সরেজমিন পরিদর্শন পূর্বক প্রতিবেদন দাখিল করতে এস্টেট প্রধান বরাবর নোট দিয়েছিলাম। তারা প্রতিবেদন দেওয়ার পর নোট আকারে রেজিস্ট্রারের কাছে পাঠিয়েছি। বাকি ব্যবস্থা প্রশাসন নেবে।

সারাবাংলা/ইআ

গাছের গুঁড়ি টপ নিউজ নিরাপত্তা কর্মী বরখাস্ত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর