Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাউতারো মার্টিনেজের গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪ ০৯:০০ | আপডেট: ২৬ জুন ২০২৪ ১৫:০৬

পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখেও গোলের দেখা পাচ্ছিলেন না তারা। একটা সময় মনে হচ্ছিল আর্জেন্টিনাকে আজ রুখে দিবে চিলি। তবে বদলি হিসেবে নেমে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের ৮৮ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে বক্সের মাঝে পাওয়া বলে দারুণ এক গোলে চিলিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।

প্রায় আড়াই বছর পর চিলির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের প্রথম ২০ মিনিটে এলোমেলো ফুটবল খেলেছে দুই দলই। ম্যাচের প্রথম সুযোগ আসে ২২ মিনিটে। নিকোলাস টালিয়াফিগোর পাসে প্রথম শট অন টার্গেট পায় আর্জেন্টিনা। সেখান থেকে অবশ্য গোল করতে পারেননি হুলিয়ান আলভারেজ।

বিজ্ঞাপন

প্রথমার্ধের শেষভাগে একের পর এক আক্রমণে চিলি রক্ষণভাগকে স্বস্তিতে থাকতে দেয়নি আর্জেন্টিনা। ৩৬ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মেসির দুর্দান্ত এক শট পোস্টে লেগে বাইরে চলে যায়। শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধেও ছিল আর্জেন্টিনার দাপট। ৬২ মিনিটে ব্রাভোর দারুণ সেভে গোল পাওয়া হয়নি টালিয়াফিগোর। ৬৮ মিনিটে গোলের সুযোগ মিস করেন মেসিও। স্রোতের বিপরীতে ৭২ মিনিটে ম্যাচের প্রথম শট অন টার্গেট নেয় চিলি। এচেভেরিয়ার শট দারুণভাবে ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। ৭৬ মিনিটে গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল চিলি। আবারও পোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মার্টিনেজ।

ম্যাচের নির্ধারিত সময়ের তখন মাত্র ২ মিনিট বাকি। ড্র নিয়ে মাঠ ছাড়ার হতাশা যখন চোখ রাঙাচ্ছিল মেসিদের সামনে, ঠিক তখনই দৃশ্যপটে লাউতারো। ৭৪ মিনিটে বদলি হিসেবে মাঠে নামা ইন্টার মিলান ফরোয়ার্ডের পায়ে বল আসে মেসির নেওয়া দারুণ এক কর্নার থেকে। মেসির কর্নার থেকে প্রথম বল গিয়েছিল সেলসোর পায়ে, তার শট বাঁচিয়ে দেন ব্রাভো। সেই বল গিয়ে পড়ে লাউতারোর পায়ে। সেখান থেকে ডান পায়ের জোরালো শটে গোল করে আর্জেন্টিনাকে স্বস্তির লিড এনে দেন তিনি। অনেক সময় ধরে ভিএআরের সাহায্য নিয়ে গোল চেক করার পর গোলের বাঁশি বাজান রেফারি।

বিজ্ঞাপন

ম্যাচের একদম অন্তিম মুহূর্তে দ্বিতীয় গোল পেতে পারতেন লাউতারো। ডি মারিয়ার দারুণ এক পাসে বল পেয়েও ব্রাভোকে পরাজিত করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত তার একমাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠল মেসিরা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ মেসি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর