Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিকাশে সম্মানি পাবেন অর্থনৈতিক শুমারির কর্মীরা

সারাবাংলা ডেস্ক
২৫ জুন ২০২৪ ২১:১১ | আপডেট: ২৬ জুন ২০২৪ ০১:৫৬

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘অর্থনৈতিক শুমারি-২০২৩’ প্রকল্পে নিয়োজিত এক লাখ ২৫ হাজার তালিকাকারী, গণনাকারী ও সুপারভাইজারদের সম্মানি দেওয়া হবে মোবাইল আর্থিক সেবা বিকাশে। অগ্রণী ব্যাংক ও বিকাশের সম্মিলিত উদ্যোগে সম্মানিবাবদ প্রকল্পের ৪০০ কোটি টাকা পৌঁছে যাবে শুমারি কর্মীদের বিকাশ অ্যাকাউন্টে।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে একটি চুক্তিতে সই করেন অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল করিম ও বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ।

বিজ্ঞাপন

চুক্তি সইয়ের সময় অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার, কাজী আব্দুর রহমান ও মো. আবুল বাশার এবং বিকাশের ভাইস প্রেসিডেন্ট, গভর্নমেন্ট পার্টনারশিপ মেহমুদ আশিক ইকবালসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিকাশ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকাশের মাধ্যমে দেশজুড়ে ছড়িয়ে থাকা শুমারি কর্মীরা সহজেই ও নিরাপদে নিজের বিকাশ অ্যাকাউন্টে সম্মানির অর্থ গ্রহণ করতে পারবেন। সেই অর্থ ক্যাশ আউট ছাড়াও বিকাশের সব ধরনের সেবায় ব্যবহারের সুযোগ পাবেন। সম্মানির এই অর্থ ক্যাশ আউটও করা যাবে বিনা খরচে।

অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী আব্দুর রহমান বলেন, দেশের সরকারি যেকোনো ব্যাংকিং লেনদেনে অগ্রণী ব্যাংক একটি আস্থার নাম, আর মোবাইল আর্থিক সেবায় বিকাশ। সব কমপ্লায়েন্স মেনে দেশজুড়ে সব শুমারি কর্মীদের সম্মানি মুহূর্তেই তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পার্টনারশিপ ডিজিটাল পদ্ধতিতে সম্মানি-ভাতা দেওয়ার ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। এটি যা দৈনন্দিন লেনদেনে আরও স্বাধীনতা ও সক্ষমতা এনে দেবে।

বিজ্ঞাপন

বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ বলেন, আর্থিক অন্তর্ভুক্তিকে কার্যকর করতে দেশজুড়ে সবার জন্য সহজ, নিরাপদ ও সময় সাশ্রয়ী ডিজিটাল লেনদেন নিশ্চিত করার লক্ষ্যে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি। এমনি একটি কাজের উদ্যোগ নেওয়ায় এবং আমাদের এর অংশীদার হওয়ার সুযোগ তৈরি করে দেওয়ায় অগ্রণী ব্যাংককে ধন্যবাদ জানাই।

সারাবাংলা/টিআর

অর্থনৈতিক শুমারি বিকাশ শুমারির সম্মানি বিতরণ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর