Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে জিপ উল্টে নিহত ১, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৪ ০০:০৬

রাঙ্গামাটি: জেলার কাপ্তাই উপজেলায় একটি জিপ (চাঁদের গাড়ি) উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের কারিগরপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমন (১৯)। সে রাইখালী ইউনিয়নের ফুলতলি মুসলিম পাড়া এলাকার মো. বাহারমে ছেলে। আহত দুজন হলেন- চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা (২৮) এবং মো. সাকিব (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ভালুকিয়া থেকে একটি জিপ গাড়ি লাকড়ি বোঝাই করে আসার সময় পথে কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। এ ছাড়া নুর আলম বাছা ও মো. সাকিব গুরুতর আহত হন। দুর্ঘটনায় গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং গাড়ির চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা ক্রিশ্চিয়ান (মিশন) হাসপাতালে নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান, হতাহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/পিটিএম

উল্টে নিহত জিপ রাঙ্গামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর