Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোল্যান্ডের সাথে ড্রয়ে গ্রুপ রানারআপ ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৪ ০০:০৪ | আপডেট: ২৬ জুন ২০২৪ ০০:৩১

পরের রাউন্ডে যেতে এই ম্যাচে এক পয়েন্টই যথেষ্ট ছিল তাদের।গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারল না ফ্রান্স। কিলিয়ান এমবাপের গোলে এগিয়ে যাওয়ার পরেও রবার্ট লেভানডস্কির গোলে ১-১ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ফ্রান্স। ডি গ্রুপের অন্য ম্যাচে ডাচদের বিপক্ষে অস্ট্রিয়ার জয়ে গ্রুপ রানারআপ হয়েই পরের রাউন্ডে উঠল ফ্রান্স।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত করে ফেলেছিলেন এমবাপেরা। গ্রুপের তলানিতে থাকা পোল্যান্ডের বিপক্ষে সহজ জয়ের আশা নিয়েই মাঠে নামে ফ্রান্স। তবে তাদের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন পোলিশ কিপার স্কোরূপসকি। অবিশ্বাস্য কিছু সেভে পুরো ম্যাচজুড়েই ফ্রান্সকে হতাশায় ডুবিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ভাঙ্গা নাক নিয়ে মাস্ক পরেই আজ মাঠে নেমেছিলেন এমবাপে। প্রথমার্ধে দাপটের সাথে খেলেও গোলের দেখা পায়নি ফ্রান্স। এমবাপে বেশ কয়েকবার বল নিয়ে বক্সের মাঝে ঢুকলেও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারেনি ফ্রান্স। ৪২ ও ৪৫ মিনিটে পরপর দুইবার এমবাপের শট বাঁচিয়ে দেন পোল্যান্ড কিপার। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির ঠিক পরে ডেডলোক ভাঙে ফ্রান্স। বক্সের ভেতর উসমান ডেম্বেলেকে ফাউল করা হলে পেনাল্টি পায় তারা। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি কিলিয়ান এমবাপে। জাতীয় দলের হয়ে ইউরোতে এটিই তার প্রথম গোল। এই গোলে এগিয়ে গিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল ফ্রান্স।

তবে তাদের চমকে দিয়ে ৭৬ মিনিটে পেনাল্টি পায় পোল্যান্ড। লেভানডস্কি প্রথমবার পেনাল্টি মিস করলেও ফ্রান্স কিপার গোললাইন থেকে এগিয়ে আসায় আবারও শট নেওয়ার সুযোগ পান তিনি। দ্বিতীয় সুযোগে আর ভুল করেননি এই বার্সা ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই খুশি থাকতে হয় ফ্রান্সকে। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েই পরের রাউন্ডে গেল ফ্রান্স। ১ পয়েন্ট নিয়ে বিদায় নিশ্চিত হয়েছে পোল্যান্ডের।

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

ইউরো ২০২৪ টপ নিউজ ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর