Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারসাজির দায়ে ৮ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে ৮৩ লাখ টাকা জরিমানা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৮:২০

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে কারসাজি, মিথুন নিটিংয়ের অনিয়ম এবং দুই ব্রোকারেজ হাউজের সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে আট ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে ৮৩ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সম্প্রতি দায়ীদের শাস্তির বিষয়ে চিঠি দিয়ে জানিয়েছে বিএসইসি।

পুঁজিবাজারে অনিয়মের দায়ে মো. সাইফ উল্লাহকে ৪০ লাখ টাকা, এজি মাহমুদ ও এসএম মোতাহারুল জাহানকে ২০ লাখ টাকা, হাসিনা আক্তারকে পাঁচ লাখ টাকা, মিথুন নিটিংয়ের চেয়ারম্যান রাবেয়া খাতুনকে তিন লাখ টাকা এবং পরিচালক মো. আতিকুল হক, মো. মাহবুব-উল হক ও মো. রফিকুল হককে তিন লাখ টাকা করে, গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেসকে পাঁচ লাখ ও হিলসিটি সিকিউরিটিজকে একলাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

জনতা ইন্স্যুরেন্স

২০২১ সালের ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত সময়ে কারসাজির মাধ্যমে জনতা ইন্স্যুরেন্সের ৩৯ টাকার শেয়ারটি ৬২ দশমিক ৯০ টাকায় তোলা হয়। এক্ষেত্রে দর বাড়ে ২৩ দশমিক ৯০ টাকা বা ৬১ শতাংশ। এই কারসাজিতে মো. সাইফ উল্লাহ, হাসিনা আক্তার, এজি মাহমুদ ও এসএম মোতাহারুল জাহানের সম্পৃক্ততা পেয়েছে কমিশন। এ কারণে মো. সাইফ উল্লাহকে ৪০ লাখ টাকা, এজি মাহমুদ ও এসএম মোতাহারুল জাহানকে ২০ লাখ টাকা এবং হাসিনা আক্তারকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।

মিথুন নিটিং

আর্থিক হিসাব জমা না দেওয়া, এজিএম না করা, বেপজার সঙ্গে চুক্তি, জমি চুক্তির মেয়াদ শেষ হলেও তা প্রকাশ না করা, উৎপাদন বন্ধ নিয়ে তথ্য প্রকাশ না করাসহ আরও কিছু অনিয়ম করেছে। এজন্য মিথুন নিটিংয়ের চেয়ারম্যান রাবেয়া খাতুনকে তিন লাখ টাকা এবং পরিচালক মো. আতিকুল হক, মো. মাহবুব-উল হক ও মো. রফিকুল হককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এক্ষেত্রে চার জনকে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

গেটওয়ে ইক্যুইটি রিসোর্সেস

সমন্বিত গ্রাহক হিসাবে (সিসিএ) টাকা ঘাটতি সত্ত্বেও মিথ্যা ব্যাংক তথ্য দিয়ে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার, ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

হিলসিটি সিকিউরিটিজ

ব্যাংকিং চ্যানেলের বাইরে গ্রাহককে ১৯ লাখ টাকা দেওয়ায় প্রতিষ্ঠানটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস ২০২০ এর ৬(১) লঙ্ঘন করেছে। এ কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/জিএস/পিটিএম

জরিমানা বিএসইসি

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর