Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় অফিস ভবনে আগুন, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৪ ১১:০৮ | আপডেট: ২৫ জুন ২০২৪ ১৬:৪০

রাশিয়ায় প্লাতান ইনস্টিটিউট নামে একটি অফিস ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় ওই ভবনে থাকা অন্তত আটজনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) বিবিসির খবরে বলা হয়, মস্কো থেকে ২৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত ফ্রিয়াজিনো এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় মাত্র একজনকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় এক জরুরি সেবা কর্মকর্তা বলেছেন, আগুনে ভবনের ভেতরে ধসে ছয়জনের মৃত্যু হয়েছে। আর আগুন থেকে বাঁচার জন্য জানালা দিয়ে ঝাঁপ দিয়ে মারা যান আরও দুইজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আটতলা কমপ্লেক্সের উপরতলা থেকে ঘন ধোঁয়া বের হচ্ছে। ভবনটি কী কাজে ব্যবহার হত তা নিয়ে পরষ্পরবিরোধী খবর পাওয়া গেছে।

কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা তাসকে জানিয়েছেন, ভবনের ছয়তলায় আগুন লেগে পরে তা ছড়িয়ে পড়ে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম তাস জানিয়েছে, এই ভবনটিতে রাশিয়ার প্লাতান রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড ডিফেন্স ইন্ডাস্ট্রির অফিস ছিল। তবে তা বহুদিন আগে।

দাবি করা হচ্ছে, ভবনটি ১৯৯০-এর দশক থেকেই ব্যক্তি মালিকানাধীন ছিল। তবে বিরোধী গণমাধ্যমগুলো দাবি করেছে, ২০২৩ সালের শেষ দিকেও এই ভবনে প্লাতান অফিসের অস্তিত্ব দেখা গেছে। এই অফিস থেকেই বিভিন্ন সামরিক প্রযুক্তি নিয়ে গবেষণা হয়ে আসছে। প্লাতান ইনস্টিটিউটের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।

সারাবাংলা/ইআ

অগ্নিকাণ্ড রাশিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর