খুলনায় দুর্বৃত্তের গুলিতে ইউপি’র সাবেক সদস্য নিহত
২৫ জুন ২০২৪ ০৯:০১
খুলনা: খুলনায় দুর্বৃত্তের গুলিতে আরিফ হোসেন (৪০) নামে ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্য নিহত হয়েছেন।
সোমবার (২৪ জুন) রাত সাড়ে ১১টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পকেট গেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ যোগিপোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আরিফুল কুয়েটের পকেট গেটের সামনে দাঁড়িয়েছিলেন। এসময় মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।’
সারাবাংলা/এমও