Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ম্যাচেই হোঁচট খেল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪ ০৮:৫৮ | আপডেট: ২৫ জুন ২০২৪ ১৩:০৯

টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই কোপার এবারের আসরে খেলতে এসেছিল ব্রাজিল। তবে কোপার শুরুটা একেবারেই ভালো হয়নি তাদের। গ্রুপ ডি এ নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে জিততে পারেনি ব্রাজিল। পুরো ম্যাচে দাপটের সাথে খেলেও শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ের হতাশা নিয়েই মাঠ ছেড়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা।

পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে খেলেছে ব্রাজিল। ৭৪ শতাংশ বল পজিশনও রেখেছিলেন তারা। ছিল ১৯টি শটস অন টার্গেটও। কিন্তু কিছুতেই খোলেনি ব্রাজিলের ভাগ্য। ভিএআরে গোল বাতিল, পেনাল্টি না পাওয়ার হতাশা, পোস্টে বল লেগে ফিরে আসা ও কোস্টারিকা কিপারের অবিশ্বাস্য সেভ; সবকিছু মিলিয়েই গোলের দেখা পায়নি ব্রাজিল।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই কোস্টারিকাকে চাপে রাখে ব্রাজিল। একের পর এক আক্রমণ সাজালেও গোল আসছিল না। ব্রাজিল এগিয়ে যেতে পারত ৩৩ মিনিটেই। ফ্রি কিক থেকে রাফিনহার ক্রসে বল জালে জড়িয়েছিলেন মারকুইনহোস। তবে ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় ব্রাজিল। বেশ কয়েকবার গোলের কাছে গিয়েও ফিনিশিংয়ের অভাবে এগিয়ে যেতে পারেনি ব্রাজিল। ভিনিসিয়াস, রদ্রিগোসহ দলের সবাই প্রতিপক্ষের বক্স পর্যন্ত বল নিয়ে গেলেও জালে জড়াতে পারছিলেন না। লুকাস পাকুয়েতার শট পোস্টে লেগে ফিরে আসলে হতাশা বাড়ে ব্রাজিলের। ৭৯ মিনিটে আরানার দুর্দান্ত এক শট বাঁচিয়ে দেন কোস্টারিকা কিপার সেকোয়েরা। শেষ পর্যন্ত আর গোলের দেখা পায়নি ব্রাজিল।

গোলশূন্য ড্র নিয়েই তাই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকল ব্রাজিল। ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কলম্বিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ ব্রাজিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর