Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কার্নিশে যুবকের লাশ, চুরি করতে গিয়ে মৃত্যু – ধারণা পুলিশের

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২২:২৫ | আপডেট: ২৫ জুন ২০২৪ ০৩:৫৩

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম নগরীর আলকরণে দুই ভবনের মাঝে কার্নিশ সংলগ্ন লোহার গ্রিলে আটকে থাকা অবস্থায় এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।  ওই যুবক চুরি করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুবরণ করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় নগরীর কোতোয়ালী থানার আলকরণ এক নম্বর গলির শেষ মাথায় বন্ধন টাওয়ারের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ত্রিশ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্তী সারাবাংলাকে জানান, সন্ধ্যায় বন্ধন টাওয়ারের বাসিন্দারা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে লাশটি পড়ে থাকতে দেখেন। বন্ধন টাওয়ারের ছাদের নিচতলায় কার্নিশ সংলগ্ন লোহার গ্রিলে নেটের ওপর উপুড় হয়ে পড়ে ছিল লাশটি। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

কিভাবে মৃত্যু হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, ‘বন্ধন টাওয়ার ও আলকরণ টাওয়ার নামে দুটি নয়তলা ভবন আছে পাশাপাশি। আলকরণ টাওয়ারের নয় তলার এক বাসিন্দা আমাদের জানিয়েছেন, গত (রোববার) রাতে তাদের বাসা থেকে দুটি মোবাইল চুরি হয়েছে। দুজন চোর কার্নিশ বেয়ে উঠে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল নেওয়ার সময় তারা দেখতে পান। এসময় তারা চিৎকার করলে দু’জন দ্রুত পালিয়ে যান।’

চুরি হওয়া মোবাইল দুটি মৃত যুবকের পকেটে পাওয়া গেছে জানিয়ে অতনু বলেন, ‘আমাদের ধারণা, মোবাইল নিয়ে দ্রুত পালাতে গিয়ে দুই চোর আলকরণ টাওয়ার থেকে কার্ণিশ বেয়ে বন্ধন টাওয়ারে পৌঁছে। সেখান থেকে পাইপ কিংবা তার বেয়ে নিচে নামার সময় একজন পড়ে গিয়ে লোহার গ্রিলে আটকে মারা যায়। লাশ একেবারে পচে গেছে। আমরা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনা যাচাইবাছাই করছি।’

বিজ্ঞাপন

লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের নাম পরিচয় শনাক্তের কাজ চলছে বলে সহকারি পুলিশ কমিশনার অতনু চক্রবর্তী জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/একে

কার্নিশ টপ নিউজ যুবকের লাশ

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর