Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ২১:৩৬

ঢাকা: রাজধানীর খিলক্ষেত তিনশো ফিট এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় (৪০) এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত তিনশো ফিট ফ্লাওভারের ওপর থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তিনি মারা যান। তবে ওই ব্যক্তির নাম পরিচয় বলতে পারে নাই পুলিশ।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) শামছুল হক খান জানান, ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, ওই ব্যক্তির পকেটে প্যাথেডিন ইনজেকশন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে তিনি নেশাগ্রস্ত ছিলেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/একে

অজ্ঞাত ঢাকা মেডিকেল ঢামেক হাসপাতাল

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর