ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার
সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৮:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৪ ২০:১৮
২৪ জুন ২০২৪ ১৮:৩০ | আপডেট: ২৪ জুন ২০২৪ ২০:১৮
ঢাকা: ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১১টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সোমবার (২৪ জুন) এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে শুক্রবার (২১ জুন) বিকেলে দিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনের সফর শেষে গত শনিবার (২২ জুন) রাতে দেশে ফেরেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরে দুই দেশের মধ্যে ১০টি বিষয়ে সমঝোতা স্মারক সই হয়। এর মধ্যে সাতটি নতুন এবং তিনটি নবায়ন করা হয়েছে।
সারাবাংলা/এনআর/এনইউ