Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জের মহাসড়কে ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৪ ১৪:৪৯ | আপডেট: ২৪ জুন ২০২৪ ১৬:৫৭

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সিরাজগঞ্জের মহাসড়কের ঝাউল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষের ঘটনায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নলকা মোড় থেকে বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা পর্যন্ত উত্তরবঙ্গগামী ও ঝাউল ওভারব্রিজ থেকে ঢাকাগামী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ঝাউল ওভারব্রিজ এলাকায় উত্তরবঙ্গগামী চুলবাহী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই মহাসড়কে যানজটের শুরু হয়।

বিজ্ঞাপন

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ড্রাইভার মোস্তফা বলেন, ‘টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে ঝাউল ওভারব্রিজ ১০ কিলোমিটার রাস্তা আসতে প্রায় ৪ ঘণ্টা সময় লেগেছে। জানি না আরো কতক্ষণ এই যানজটে আটকে থাকতে হবে।’

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, ‘সকাল সাড়ে নয়টার দিকে উত্তরবঙ্গগামী চুনবাহী একটি ট্রাক ঝাউল ওভারব্রিজের পশ্চিম পাশে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার পর থেকেই দুইপাশে যানজটের সৃষ্টি হয়। এই জায়গাটা দুই লেনের রাস্তা, এর ওপর দিয়ে ফ্লাইওভারের কাজ চলছে। যার ফলে একটা রাস্তা দিয়েই দুপাশের গাড়ি এক লেন করে চলাচল করে কিন্তু ট্রাকটি উল্টে যাওয়ায় দুপাশের গাড়িই আটকে যায়। ফলে ঢাকাগামী লেনে এখান থেকে প্রায় নলকা ও উত্তরবঙ্গগামী লেনে যানজটটি সেতু পশ্চিম পর্যন্ত গিয়ে পৌঁছেছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি রাস্তার পাশে সরিয়ে দিয়েছিল। এখন যান চলাচল শুরু হয়েছে। আশা করছি অল্প সময়ের মধ্যেই যানজট স্বাভাবিক হয়ে যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

তীব্র যানজট যানজট সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর