Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইহুদি-খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা, রাশিয়ায় পুলিশসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪ ১১:৫০ | আপডেট: ২৪ জুন ২০২৪ ১৪:১৯

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত দাগেস্তান প্রজাতন্ত্রের দুটি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয় জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালা এবং দেরবেন্ত শহরে হামলার এসব ঘটনা ঘটে। এ সময় শহর দুটির গির্জায় অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পেন্টেকস্ট চলছিল।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা দুটি গির্জা এবং দুটি সিনাগগকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। এতে মাখাচকালার একটি গির্জায় একজন ধর্মযাজকও নিহত হয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতীতে দাগেস্তানে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার নজির রয়েছে।

এ ছাড়া, হামলার এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বন্দুক হামলা রাশিয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর