বাসের ধাক্কায় প্রাণ গেল ২ পথচারীর
২৩ জুন ২০২৪ ১৭:৩৫ | আপডেট: ২৪ জুন ২০২৪ ০০:৫১
বগুড়া: বগুড়ার কাহালুতে শ্যামলী পরিবহণের এক যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই পথচারী নিহত হয়েছেন। শ্যামলী পরিবহনের দ্রুতগামী বাসটি ঢাকা থেকে নওগাঁ যাচ্ছিল।
রোববার (২৩ জুন) সকাল পৌনে ৭টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কে কাহালু উপজেলার বিবিরপুকুর বাসস্ট্যান্ডের পশ্চিমে লোহাজাল রাস্তার পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন— কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের লোহাজাল গ্রামের খোদা বক্সের ছেলে শওকত ইসলাম মিঠু (২২) ও একই গ্রামের রোস্তম আলী মেয়ে রত্না (৩৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শওকত দুপচাঁচিয়া বাজারে গরুর দুধ বিক্রি করতে যাওয়ার সময় গাড়ির জন্য ও রত্না তার খালাকে গাড়িতে তুলে দিয়ে ওই স্থানে অপেক্ষা করছিলেন। এ সময় নওগাঁগামী শ্যামলী পরিবহণের বাসটি তাদের ধাক্কা দিলে দুর্ঘটনাস্থলেই রত্না প্রাণ হারান। শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গুরুতর আহত শওকতের মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহগুলো কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব বলেন, দুজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দুর্ঘটনায় তাৎক্ষণিক মৃত্যু হিসেবে তাদের নাম-পরিচয় নথিবদ্ধ করা হয়েছে।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় ইউপি সদস্য গোলাম রব্বানীর উপস্থিতিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি স্থানীয় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর