Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরে যুবলীগ কর্মী হত্যা: সাতক্ষীরায় গ্রেফতার মূল আসামি নবাব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ২০:১৬ | আপডেট: ২৪ জুন ২০২৪ ০০:৪১

যশোরে সংঘটিত হত্যাকাণ্ডের আসামি নবাবকে গ্রেফতার করা হয়েছে সাতক্ষীরা থেকে। ছবি: সারাবাংলা

যশোর: যশোরের বাহাদুরপুরে যুবলীগ কর্মী মোহাম্মদ আলী হোসেন হত্যাকাণ্ডের প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে নবাবকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৭ জুন গভীর রাতে মোহাম্মদ আলীকে গুলি করে হত্যা করা হয়েছিল।

রোববার (২৩ জুন) ভোরে সাতক্ষীরা জেলার আশাশুনি বুধহাটা এলাকায় অভিযান অভিযান চালিয়ে নবাবকে গ্রেফতার করা হয়। রবিউল ইসলাম ওরফে নবাব (৫০) যশোর সদর উপজেলার কিসমত নওয়াপাড়া এলাকার মফজেল বিশ্বাসের ছেলে।

বিজ্ঞাপন

এর আগে হত্যাকাণ্ডের পর নওয়াপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি এবং নবাবের সহযোগী পলাতক আসামি দিপক কুমার ওরফে সাগরের ভাড়া বাসা থেকে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

যশোর ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, গত ৭ জুন গভীর রাতে যশোর সদরের বাহাদুরপুর তেতুলতলা মোড়ে মোহাম্মদ আলী হোসেন নামের এক তরুণকে তার প্রতিপক্ষ নবাব ও তার সহযোগীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় আলী হোসেনের মা মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি বুধহাটা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি রবিউল ইসলাম ওরফে নবাবকে গ্রেফতার করা হয়।

এসআই মফিজুল আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তদন্তে জানা গেছে, নিহত আলী হোসেন হত্যাসহ একাধিক মাদক মামলার আসামি। অন্যদিকে আসামি নবাব জেলা যুবদলের নেতা। তার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। নওয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনা সূত্রে বিরোধের জের ধরে নবাব গুলি করে হত্যা করেন আলীকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

যশোর যুবলীগ কর্মী হত্যা সাতক্ষীরা হত্যা মামলার আসামি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর