দুর্দান্ত হ্যাটট্রিকে রেকর্ড গড়লেন জর্ডান
২৩ জুন ২০২৪ ২২:১৩ | আপডেট: ২৩ জুন ২০২৪ ২২:২০
এই শহরেই তার জন্ম ও বেড়ে ওঠা। বারবাডোসে জন্ম নেওয়া ক্রিস জর্ডান এখন খেলছেন ইংল্যান্ডের হয়ে। নিজের জন্মভূমিতে বিশ্বকাপের সুপার এইটের ম্যাচ খেলতে নেমেই ইতিহাস গড়েন এই ইংলিশ পেসার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন তিনি। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে প্রথম ইংলিশ বোলার হিসেবে হ্যাটট্রিক পেলেন জর্ডান। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি ৯ম হ্যাটট্রিক।
নিজের প্রথম দুই ওভারে উইকেটের দেখা পাননি জর্ডান। নিজের তৃতীয় ও ম্যাচের ১৯ তম ওভারে বোলিংয়ে এসে প্রথম বলেই ২৯ রান করা কোরি অ্যান্ডারসনকে ফেরান তিনি। দ্বিতীয় বলে কোন রান দেননি। তৃতীয় বলে আলি খানকে বোল্ড করেন জর্ডান। পরের বলে কেনজিগেকে এলবিডব্লউয়ের ফাঁদে ফেলেন তিনি।
ওভারের পঞ্চম বলে দুর্দান্ত এক ডেলিভারিতে নেত্রাভালকারকে বোল্ড করে তুলে নেন হ্যাটট্রিক। সব মিলিয়ে পাঁচ বলে চার উইকেট তুলে নেন জর্ডান। ইংল্যান্ডের হয়ে টি-২০ বিশ্বকাপে এটিই প্রথম হ্যাটট্রিক। শুধু বিশ্বকাপ নয়, টি-২০ ফরম্যাটেও এটি ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক।
সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে এটি ৯ম হ্যাটট্রিক। আজ সকালেই ৮ম হ্যাটট্রিক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।
সারাবাংলা/এফএম