Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পোশাক খাতে কাজ করছেন ৫০ লাখেরও বেশি শ্রমিক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ২২:১৬

সংসদ ভবন থেকে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, দেশে তৈরি পোশাকখাতে মোট ৫০ লাখ ১৭ হাজার ৬৫২ জন শ্রমিক রয়েছেন। যার মধ্যে ৫৫ দশমিক ৫৭ শতাংশ নারী। অর্থাৎ পোশাক খাতে কাজ করছেন ২৭ লাখ ৮৮ হাজার ৬১৬ জন নারী শ্রমিক (ইপিজেড ছাড়া)।

রোববার (২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর এক লিখিত প্রশ্নের উত্তরে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এ কথা জানান। এ দিন প্রশ্নোত্তরটি টেবিলে উপস্থাপিত হয়। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম চৌধুরী জানান, বিজিএমইএ’র তথ্যানুযায়ী (বায়োমেট্রিক্স ডাটাবেইজড অনুসারে) বাংলাদেশে তৈরি পোশাক কারখানায় ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক রয়েছেন। যার মধ্যে ৫২ দশমিক ২৮ শতাংশ নারী (১৭ লক্ষ ৩৪ হাজার ৪৫৯ জন)। এ ছাড়া বিকেএমইএ’র তথ্যানুযায়ী বাংলাদেশে নিট সেক্টরে বর্তমানে মোট ১৭ লাখ ২৫৫ জন শ্রমিক রয়েছে যার ৬২ শতাংশ অর্থাৎ ১০ লাখ ৫৪ হাজার ১৫৭ জন নারী শ্রমিক।

অপরদিকে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র (বিবিএস) সর্বশেষ ২০২২ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী তৈরি পোশাক খাতে মোট লোকবল ৪৩ লাখ ১৬ হাজার। যার মধ্যে ৩৭ দশমিক ৫১ শতাংশ নারী। বিবিএস’র হিসাবে ১৬ লাখ ১৯ হাজার জন নারী শ্রমিক পোশাক খাতে কাজ করছেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ নারী শ্রমিক পোশাক খাত

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর