Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ড্রেনে চুবিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৭:৪২ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৭:৪৩

বগুড়া: তুচ্ছ ঘটনায় ড্রেনের কাদায় মাথা চুবিয়ে ইউনুস আলী (৬০) নামে এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে। শনিবার (২২ জুন) রাতে বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের বালা কৈগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মানিক (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, বালা কৈগাড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে শাহিন কিছুটা মানসিক প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার (জুন) রাস্তায় চলার সময় প্রতিবেশী আব্দুল ওয়াহেবের স্ত্রীর সঙ্গে তার ধাক্কা লাগে। এরপর ওয়াহাব আলী তার স্ত্রীর গায়ে হাত দেওয়া হয়েছে বলে শাহিনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই জেরে ওয়াহাব ও তার লোকজন শনিবার (২২ জুন) বিকেলে শাহিনকে মারধর করেন।

বিজ্ঞাপন

এরপর সন্ধ্যার দিকে ইউনুস ও তার আরেক ছেলে গোলাম রসুল এর প্রতিবাদ জানান। তাদের প্রতিবাদের প্রেক্ষিতে একইদিন রাত ৯টার দিকে ইউনুছ ও তার ছেলের ওপর হামলা চালান হয়। মারধরের এক পর্যায়ে ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে ধরলে তিনি মারা যান। ঘটনার পর ওয়াহাব পরিবারসহ পালিয়ে যায়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহিনুজ্জামান শাহীন জানিয়েছেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং হত্যাকাণ্ডের ঘটনায় মানিক নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/ইআ

গ্রেফতার ১ বগুড়া

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর