Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকার প্রধানের প্রতিহিংসায় বিদেশ যেতে পারছেন না খালেদা জিয়া’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৬:২৯ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৮:৩০

ঢাকা: সরকার প্রধানের রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৩ জুন) রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ড বারবার বলেছে, ম্যাডামের (খালেদা জিয়া) যে অসুখ, সেই অসুখের চিকিৎসা এখানে (বাংলাদেশে) করা সম্ভব নয়। তার যে মাল্টি ভ্যারিয়াস ডিজিজেস আছে তার চিকিৎসা করতে হলে উন্নত দেশের মাল্টি ডিসিপ্ল্যানারি হসপিটাল প্রয়োজন।.বারবার একথাগুলো বিভিন্নভাবে বলার পরও দলের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সুশীল সমাজ বলেছে এমনকি বিদেশি মিশনগুলো এখানে (বাংলাদেশে) আছে তারাও বারবার বলেছে, বাইরে থেকে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ইউরোপীয় ইউনিয়নসহ সবাই বলেছে।’

‘কিন্তু শেখ হাসিনা তার যে ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, সেই প্রতিহিংসার কারণে দেশনেত্রী খালেদা জিয়াকে হত্যা করার উদ্দেশ্যে, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তাকে কোনোভাবে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘খালেদা জিয়া আজকে এই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি দীর্ঘকাল ধরে কারারুদ্ধ রয়েছেন। শুধু এইটুকু বলতে চাই, সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তাকে কারাগারে আটক রাখা হয়েছে। প্রকৃতপক্ষে তাকে বাসায় থাকার সুযোগ দেওয়া হলেও প্রকৃতপক্ষে তিনি পুরোপুরি অবরুদ্ধ হয়ে আছেন, বন্দি আছেন।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এও জানি যে, তিনি অবরুদ্ধ অবস্থায় কারাগার থেকেই অসুস্থ হয়েছেন। তার সেখানে কোনো চিকিৎসা হয়নি। তিনি বার বার কমপ্লেইন করেছেন কিন্তু সরকার তা শুনেনি, তার চিকিৎসাও দেয়নি। পরবর্তী সময় তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে সেখানেও তার কোনো সুচিকিসা হয়নি। বাসা (গুলশানের ফিরোজা) আসার পরে তাকে শর্ত দেওয়া হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন না, দেশেই চিকিৎসা নিতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের দেশনেত্রী খালেদা জিয়া তার জীবন মৃত্যু এতোই সন্ধিক্ষণে আমি আপনাদেরকে বলছি, আপনারা প্রাণখুলে তার জন্য দোয়া করুন। শুধু দোয়াই নয়, আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব তার সুচিকিৎসা করার জন্য, সেই চেষ্টাই আমাদের করতে হবে। দেশনেত্রীর জন্য যা করার দরকার সেটাই আমাদেরকে করতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘আসুন আমরা কায়মনো বাক্যে দোয়া করি আল্লাহ যেন আমাদের মাঝে তাকে ফিরিয়ে দেন। আমরা যেন তার নেতৃত্বে আবার যেন জেগে উঠতে পারি এবং এই যে দানব সরকারকে পরাজিত করতে পারি। তিনি যেন আমাদের সেই তওফিক দেন, সেই শক্তি দেন যেন আমরা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পারি।’

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুসহ অনান্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/ইআ

খালেদা জিয়া টপ নিউজ মির্জা ফখরুল রাজনীতি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর