Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে শেখ হাসিনা, আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৬:১৪ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৬:২৪

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভার মঞ্চে শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা হীরকজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় নেতারা তাকে ফুল দিয়ে মঞ্চে বরণ করে নেন। এ সময় সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণ নেতাকর্মীদের উল্লাস আর জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।

রোববার (২৩ জুন) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মঞ্চে ওঠেন শেখ হাসিনা। এ সময় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর পরপরই জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে আলোচনা সভার উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

হীরকজন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে ‘গৌরবময় পথ চলার ৭৫ বছরে আওয়ামী লীগ: সংগ্রাম, সংকল্প, সততা, শপথে জনগণের সাথে’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। একই সঙ্গে সারা দেশের বিভিন্ন জেলা-উপজেলাতেও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নানা আয়োজনে দিবসটি পালন করছে।

এর আগে দুপুর ১২টার পর থেকেই সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আদলে বানানো প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে আলোচনা সভাস্থলের আসতে শুরু করেন। সময় যত গড়াতে থাকে, শাহবাগ মোড় ও দোয়েল চত্বর থেকে টিএসসিমুখী নেতাকর্মীদের সরব উপস্থিতির চাপও বাড়তে থাকে।

‘শুভ শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, আওয়ামী লীগের অ্যাকশন’— এমন নানা স্লোগানে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশের এলাকা মুখরিত করে রাখেন নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন-

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় নেতাকর্মীরা বর্ণিল, উৎসবের আবহ

‘আওয়ামী লীগের জন্মদিন’ স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

সারাবাংলা/এনআর/টিআর

৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আওয়ামী লীগ আওয়ামী লীগের হীরকজয়ন্তী টপ নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী শেখ হাসিনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর