Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দায়িত্ব নিলেন নতুন সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৫:৫২ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৬:০৮

রোববার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে র‌্যাংক ব্যাজ পরানো হয় নতুন সেনাপ্রধানকে। ছবি: পিএমও

ঢাকা: নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেনারেল ওয়াকার-উজ-জামান। এর মাধ্যমে সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামী তিন বছরের জন্য তাকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২৩ জুন) জেনারেল হিসেবে পদোন্নতি পেয়ে সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেন ওয়াকার-উজ-জামান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নৌ ও বিমান বাহিনীর প্রধান তাকে নবনিযুক্ত সেনাপ্রধানের র‍্যাংক-ব্যাজ পরিধান করান।

বিজ্ঞাপন

গত ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের তথ্য জানানো হয়। তার শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমানও ১৯৯৭ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকার-উজ-জামান। ছবি: পিএমও

জেনারেল ওয়াকার-উজ-জামান ১৯৮৫ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে ১৩তম দীর্ঘমেয়াদি কোর্সের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি মিরপুরের ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকেও গ্র্যাজুয়েশন করেন। ৩৯ বছরের সামরিক জীবনে একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড ও পদাতিক ডিভিশনের নেতৃত্ব দিয়েছেন তিনি। স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস ও সেনা সদর দফতরে বিভিন্ন পদেও ছিলেন।

বিজ্ঞাপন

২০২০ সালের নভেম্বরে মেজর জেনারেল থেকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয় ওয়াকার-উজ-জামানকে। ওই সময় সেনা সদর দপ্তরের সামরিক সচিবের দায়িত্ব থেকে প্রিন্সিপাল স্টাফ অফিসারের (পিএসও) দায়িত্ব দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম শ্রেণিতে মাস্টার্স অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) সম্পন্ন করেন এবং ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে যুক্তরাজ্যের কিংস কলেজ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স অব আর্টস ডিগ্রি অর্জন করেন ওয়াকার-উজ-জামান।

সারাবাংলা/টিআর

ওয়াকার-উজ-জামান টপ নিউজ নতুন সেনাপ্রধান সেনাপ্রধান

বিজ্ঞাপন

কিশোর অপরাধ, আমাদের করণীয়
৭ জানুয়ারি ২০২৫ ১৭:০১

আরো

সম্পর্কিত খবর