Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় নেতাকর্মীরা বর্ণিল, উৎসবের আবহ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৫:১০ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৬:৩০

ঢাকা: আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে ঢাকার নানা প্রান্তসহ এর আশপাশের এলাকার নেতাকর্মীরা উৎসব আমেজে জড়ো হয়েছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উৎসবমুখর আমেজে লাল রঙের টি-শার্ট ও মাথায় লাল রঙের টুপি পরে ব্যান্ড পার্টি নিয়ে হাজির হন সভাস্থলে। সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন গেট দিয়ে সারিবদ্ধভাবে তারা প্রবেশ করেন।

বিজ্ঞাপন

রোববার (২৩ জুন) বিকেল সাড়ে ৩টায় শুরু হবে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সভায় যোগ দিতে দুপুর ১২টার পর থেকেই ছিল গোটা এলাকায় মানুষের ঢল।

সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান এলাকা ঘুরে দেখা যায়, নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলের মতো বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্পের আদলে বানানো প্ল্যাকার্ড নিয়ে মিছিল সহকারে আলোচনা সভাস্থলের আসতে শুরু করেন। সময় যত গড়াতে থাকে, শাহবাগ মোড় ও দোয়েল চত্বর থেকে টিএসসিমুখী নেতাকর্মীদের সরব উপস্থিতির চাপও বাড়তে থাকে।

দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা হীরকজয়ন্তী প্রস্তুতি উদ্‌যাপন উপলক্ষে ১০ দফা কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। এই কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে আলোচনা সভা শুরু হয়। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

গৌরবময় পথচলার ৭৫ বছর পাড়ি দিয়েছে আওয়ামী লীগ। প্রতিষ্ঠালগ্ন থেকে ইতিহাস ঐতিহ্য সংগ্রাম অর্জনের পথচলায় দলটি এবার পা দিয়েছে ৭৬ বছরে। গৌরব ঐতিহ্য ও সংগ্রামের ৭৫ বছরের পথচলায় নানা চড়াই-উৎরাই পেরোনো আওয়ামী লীগ দীর্ঘ পথচলায় কখনো থেমে যায়নি। অবিরাম পথচলায় বারবার প্রমাণ দিয়েছে অদম্য প্রাণশক্তির।

১৯৪৯ সালের ২৩ ও ২৪ জুন ঢাকার কে এম দাস লেনের ঐতিহাসিক ‘রোজ গার্ডেন’ প্রাঙ্গণে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী মুসলিম লীগের প্রগতিশীল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ নামে পাকিস্তানের প্রথম বিরোধী দলের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির প্রথম কমিটিতে মওলানা ভাসানী সভাপতি ও শামসুল হক সাধারণ সম্পাদক এবং কারান্তরীণ শেখ মুজিবুর রহমান নির্বাচিত হন যুগ্ম-সম্পাদক।

বিজ্ঞাপন

দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে ছিলেন মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে। সবচেয়ে বেশি সময় ৪৩ বছর ধরে দলটির নেতৃত্ব দিচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে ২০০৯ সাল থেকে টানা চতুর্থ দফা এবং পঞ্চমবার ক্ষমতাসীন হয় আওয়ামী লীগ।

সারাবাংলা/এনআর/টিআর

আওয়মী লীগ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী টপ নিউজ প্রতিষ্ঠাবার্ষিকী

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর