Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জুন ২০২৪ ১২:২৩ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৫:৩৪

যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তি চালিত বিমানবাহী রণতরী দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। শনিবার (২২ জুন) দক্ষিণ কোরিয়ার বুসান বন্দর নগরীতে থিওডর রুজভেল্ট নামক এ রণতরী পৌঁছায়।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চলতি মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।

তিনটি দেশের শীর্ষ নেতৃত্ব গত আগস্ট মাসে এক সম্মেলনে বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়ার বিষয়ে সম্মত হন। তারা চীনের ক্রমবর্ধমান শক্তি ও উত্তর কোরিয়ার সামরিক হুমকির মুখে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে এ উদ্যোগ নেন। গত বছর তিনটি দেশের নৌবাহিনী যৌথ মিসাইল প্রতিরক্ষা ও সাবমেরিন প্রতিরোধী মহড়া চালায়।

এ বছর এমন সময়ে মহড়াটি অনুষ্ঠিত হচ্ছে, যখন কিনা ২৪ বছরে প্রথমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফর করেছেন। চলতি সপ্তাহে অনুষ্ঠিত এ সফরে তিনি কিম জং উনের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা অঙ্গীকারে সই করেন।

এটি এশিয়ায় বিগত কয়েক বছরে রাশিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য একটি পদক্ষেপ ছিল। যেটিকে কিম একটি জোটের বেড়ে ওঠা হিসেবে গণ্য করেছেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্র রণতরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর