যে সমীকরণে এখনো সেমিতে খেলতে পারে বাংলাদেশ
২৩ জুন ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৩ জুন ২০২৪ ১৬:২৭
সুপার এইটের প্রথম দুই ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ। শুধু কাগজে কলমেই বেঁচে ছিল বাংলাদেশের সেমিতে খেলার সম্ভাবনা। অসম্ভব যে সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ, সেটার প্রথম ধাপে দারুণভাবে সাহায্য করেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশের আশা এখনো বাঁচিয়ে রেখেছেন তারা। তবে এখনো সেমিতে খেলতে হলে অবিশ্বাস্য কিছুই করতে দেখাতে হবে বাংলাদেশকে।
আরও পড়ুন- অবিশ্বাস্য জয়ে বাংলাদেশের আশা বাঁচিয়ে রাখল আফগানিস্তান
দুই ম্যাচ শেষে গ্রুপ-১ এর অবস্থান অনেকটা এরকম। ২ ম্যাচের দুটিতে জিতেই ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত। তাদের রান রেট +২.৪২৫। আফগানিস্তানের কাছে হেরে গিয়েও ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তাদের রানরেট + ০.২২৩। অজিদের হারিয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। তাদের রানরেট -০.৬৫০। আর ২ ম্যাচে দুটিতে হেরেই শূন্য পয়েন্ট নিয়ে শেষ অবস্থানে আছে বাংলাদেশ। তাদের রানরেট -২.৪৮৯।
সেমিতে যাওয়ার জন্য বাংলাদেশের প্রথম কাজ আফগানদের হারানো। তবে শুধু হারালেই চলবে না, জিততে হবে বড় ব্যবধানে। ওদিকে আশা করতে হবে ভারত যেন অজিদের বড় ব্যবধানে হারিয়ে দেয়। অস্ট্রেলিয়া যদি ভারতের বিপক্ষে ১ রানেও হারে, তাহলে তাদের নেট রানরেট দাঁড়াবে ০.১১৭। সেক্ষেত্রে আফগানরা যদি প্রথমে বোলিং করে, বাংলাদেশকে করতে হবে ২০০ রান। এরপর বল হাতে আফগানদের বিপক্ষে দারুণ পারফর্ম করে জিততে হবে ৮৫ অথবা এর বেশি রানের ব্যবধানে। তাহলেই কেবল অস্ট্রেলিয়াকে টপকে সেমিতে যাবে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ভারতের কাছে আরও বড় ব্যবধানে হারলে সমীকরণটা আরেকটু সরল হবে শান্তদের জন্য।
আফগানদের জন্য সমীকরণটা তুলনামূলকভাবে বেশ সহজ। নিজেদের ম্যাচে বাংলাদেশকে যেকোনো ব্যবধানে হারাতে হবে। অন্য ম্যাচে ভারত যেকোনো ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালেই ৪ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছে যাবেন তারা। অস্ট্রেলিয়া জিতলে আসবে রান রেটের হিসাব। সেক্ষেত্রে অজিরা যদি ভারতকে ১ রানে হারায়, তাহলে বাংলাদেশকে ৩৬ রানে হারালেই সেমি নিশ্চিত হবে আফগানদের। অজিদের জয়ের ব্যবধান বাড়ার সাথে আফগানদের জয়ের ব্যবধানও বাড়তে হবে। নিজেদের ম্যাচ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের পরে হওয়ায় আফগানিস্তানের সামনে সমীকরণটা জানাই থাকবে।
এত সব সমীকরণের মাঝে বাদ পড়ার সম্ভাবনা আছে ভারতেরও! অস্ট্রেলিয়ার কাছে তারা বিশাল ব্যবধানে হেরে গেলে ও আফগানিস্তান বাংলাদেশকে বড় ব্যবধানে হারালে রান রেটে ভারতের চেয়ে উপরে চলে যেতে পারে আফগানরা! তবে রান রেটে অনেকটাই এগিয়ে থাকা ভারতের বাদ পড়ার সমীকরণ মোটামুটি অসম্ভবই বলা চলে।
সারাবাংলা/এফএম