Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ২২:১৪

রাজশাহী: রাজশাহী মহানগরীতে একটি মেস থেকে শাহীন (২২) নামে এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) দুপুর ৩টার দিকে নগরীর শিরোইল পূর্বপাড়া এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি একটি বিপণীবিতানের নিরাপত্তাকর্মী ছিলেন। শাহীন নওগাঁ জেলার মান্দা উপজেলার ওয়াহেদ আলীর ছেলে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর জানান, থিম ওমর প্লাজায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন শাহীন। শনিবার সকালে মেসে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।

তবে কী করণে ওই নিরাপত্তাকর্মী আত্মহত্যা করেছেন তা জানাতে পারেননি ওসি। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শাহীনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা নিরাপত্তাকর্মী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর