Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০৪১ সালের আগেই বাংলাদেশ হবে উন্নত সম্মৃদ্ধ দেশ: কৃষিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৯:৫৮

ঢাকা: কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা রুপকল্প ২০০১ সালে যে ডেল্টা প্লাণ প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের আগেই বাংলাদেশ হবে জ্ঞানভিত্তিক সুখি সম্মৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ।

শনিবার (২২ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটের ওপর বক্তব্যে একথা প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সদ্য স্বাধীন একটা দেশকে বঙ্গবন্ধু যখন গড়ে তোলার কাজ শুরু করেন, তখন ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীনতা বিরোধী শক্তি নিশংসভাবে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। তার পরবর্তিতে জেলের অভ্যান্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। এরকম নিষ্ঠুর হত্যাকাণ্ড পৃথিবীতে আর হয়েছে কিনা জানি না, যা ছিল ঘৃণ্য- জঘন্য হত্যাকাণ্ড। যদিও তাদের অনেকের শাস্তি হয়েছে, ফাঁসি হয়েছে। যাদের হয়নি তাদের শাস্তির দাবি জানান তিনি।

আব্দুস শহীদ বলেন, ‘২০২৪ সালের ৭ জানুয়ারী অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে আবারো সরকার গঠন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন ঘটেছে।’

তিনি বলেন, ‘দেশের ৪৩ শতাংশ মানুষ কৃষিতে সম্পৃক্ত। সত্যিকার অর্থে এদেশের কৃষকের অধিকার নিশ্চিত করতে হবে। বঙ্গবন্ধু নিজেই বলেছিলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে।’

তিনি বলেন, ‘কৃষি খাত অর্থনীতির উন্নয়নের জন্য একটি বড় খাত। বঙ্গবন্ধু বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের ওপর নির্ভর করা চলবে না। প্রয়োজনীয় খাদ্য আমাদেরকেই উৎপাদন করতে হবে। কৃষকদেরকে বাঁচাতে হবে উৎপাদন বাড়াতে হবে। তা নাহলে কৃষি তথা দেশকে বাচাঁতে পারবো না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘২০২৪ সালের নির্বাচনি ইশতেহারে আমরা ১১টি বিশেষ অধিকার উল্লেখ করেছি। যার প্রথমটি- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্বক চেষ্টা করা। চতুর্থটি হলো- লাভ জনক কৃষির জন্য সমন্বিত কৃষি ব্যবস্থা, কৃষি যান্ত্রীকীকরণ ও উৎপাদন বাড়াতে বিনিয়োগ বাড়ানো।’

চলতি বছরের ধানের উৎপাদন বেড়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘যান্ত্রীকরণের ফলে কৃষকদের হার্বেস্টার মেশিন দেওয়ায় একটা ধানও কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলেও নষ্ট হয়নি। আমরা চেষ্টা করছি আমাদের প্রতিটি কৃষক যাতে স্বয়ং সম্পূর্ণ হতে পারে। পর্যাপ্ত সার ও যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।’

আব্দুস শহীদ বলেন, ‘উন্নয়নের জন্য ঘাটতি বাজেট দেয়া হয়ে থাকে। সেটা বিদেশী কোন ফাÐ থেকে পূরণ হয়ে থাকে। এবারে যে ঘাটতি তা জিডিপির ৪.৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থ বছরে ঘাটতি জিডিপির ৫.৭ শতাংশ ছিল। সব জায়গাতে ঘাটতি থাকে। সেটা বিশ্বব্যাংক , আইএমএফ, এডিবি এসব সংস্থা থেকে ফান্ড নিয়ে পুরণ করেই বাজেট বাস্তবায়িত করা হয়ে থাকে। যার ফলে উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়, দেশের উন্নয়ন ঘটছে ব্যাপকভাবে।’

তিনি বলেন, ‘এবারে কৃষি খাতে অনেক টাকা বাজেট দেয়া হয়েছে। যোগাযোগ খাত, সামাজিক নিরাপত্তা , দারিদ্র বিমোচন, নারী উন্নয়ন ও শিশু কল্যাণে বাজেটে অধিক টাকা দেওয়া হয়েছে।’

কৃষিমন্ত্রী বলেন, ‘আমি টাকার বিরুদ্ধে লড়াই করেছি, চোরাকারবারীদের বিরুদ্ধে লড়াই করেছি। আমার এলাকার চা বাগানে স্কুল হচ্ছে। একটি সাত তলা বিদ্যালয় হচ্ছে।’

কিন্তু চা শ্রমিকদের স্বাস্থ্য বিষয়ে আরও একটু নজর দেওয়ার জন্য স্বাস্থ্যমন্ত্রীকে আহ্বান জানান তিনি। তাদের ছেলে মেয়েরা অপুষ্টিতে ভুগছে, এদিকে নজর দেয়া দরকার।

তিনি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ করার দাবি জানান। সিলেটের জন্য তিনি একটি দ্রুতগতির ট্রেন দেওয়ার জন্য রেলমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে জাতীর পিতা বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে দেশের উন্নয়ন করার চেষ্টা করে যাচ্ছিলেন। কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কুচক্রিদের চক্রান্তে তিনি স্বপরিবারে নিহত হওয়ার পরে সে উন্নয়ন ধারা ব্যাহত হয়, সেটা তিনি শেষ করে যেতে পারেনি নি। কিন্তু তারই সুযোগ্য কন্যিার হাত ধরে দেশে আজ উন্নয়নের রোল মডেল, দেশের প্রভূত উন্নয়ন ঘটেছে । শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, অবকাঠামো, আইসিটি সব খাতেই ব্যাপক উন্নয়ন ঘটেছে। স্বাক্ষরতার হার ২০০৬ সালে ৪৫ থেকে এখন বেড়ে দাড়িয়েছে ৭৬.৮ শতাংশ। তেমনি শিক্ষা খাতে নারীদের অগ্রগতি উল্লেখযোগ্য।’

তিনি বলেন, ‘২০১০ সাল থেকে কোটি কোটি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া একটা অভাবনীয় বিষয়, এর ফলে শিক্ষার্থীরা উজ্জীবিত হচ্ছে।’

এ সময় তিনি সিলেটের বিভিন্ন জেলা উপজেলায় ব্যাপক বন্যা পানি বাড়ার কারণে মানুষের দুর্বিসহ অবস্থার কথা তুলে ধরেন। তিনি নদীগুলোর নাব্যতা বাড়িয়ে স্মার্ট নদীতে রুপ দেবার দাবি জানান। বন্যার জনগণের কষ্ট দ্রুততার সঙ্গে লাঘবে সরকারের সহযোগিতা আরোও বাড়ানোর আহ্বানসহ বন্যা প্রতিরোধে দীর্ঘমেয়াদি ব্যবস্থার দাবি জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/একে

আওয়ামী লীগ উন্নয়ন কৃষিখাত কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রী বন্যা শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর