টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই তাসকিন
২২ জুন ২০২৪ ২০:০৪ | আপডেট: ২২ জুন ২০২৪ ২০:২৭
সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে দ্বিতীয় রাউন্ড শুরু করেছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে ম্যাচটা তাই শান্তদের জন্য বাঁচা মরার লড়াই। অ্যান্টিগাতে ভারতের বিপক্ষে টসের লড়াইয়ে জিতেছেন শান্ত। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচে দলে নেই তাসকিন। তাসকিনের পরিবর্তে একাদশে ফিরেছেন জাকের আলি। দুই পেসার নিয়েই তাই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্পিনার রিশাদ, মাহেদির সাথে আছেন সাকিবও।
আফগানদের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।
বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, জাকের আলি,মাহেদি হাসান।
ভারত একাদশ – রোহিত শর্মা, বিরাট কোহলি, রিশাভ পান্ট, সূর্যকুমার যাদব, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, কুলদিপ যাদব, আরশদিপ সিং, জাসপ্রীত বুমরাহ।
সারাবাংলা/এফএম