Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতু ভেঙে মাইক্রোবাস-অটোরিকশা খালে, নিহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জুন ২০২৪ ১৮:১০ | আপডেট: ২২ জুন ২০২৪ ২০:২৫

বরগুনা: আমতলী উপজেলায় সেতু ভেঙে বরযাত্রীবাহী মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে ১০ জন নিহত হয়েছেন। শনিবার (২২ জুন) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের হলদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবিয়া (৪৫), রাইতি (২২), ফাতেমা (৫৫), জাকিয়া (৩৫), রুকাইয়াত ইসলাম (৪), তাহিয়া মেহজাবিন আজাদ (৭), তাসফিয়া (১৪), ঋধি (৪) ও রুবি বেগম (৩৫)। এদের মধ্যে রুকাইয়াত ইসলাম ও জাকিয়া এদের বাড়ি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামে। অপর সাত জনের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার কোকরার চর গ্রামের বাসিন্দা। নিহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু জানান, আমতলীর কাউনিয়া ইব্রাহিম একাডেমির শিক্ষক মাওলানা মনিরুল ইসলামের মেয়ে হুমায়রা আক্তারের সঙ্গে একই প্রতিষ্ঠানের শিক্ষক মো. সেলিমের ছেলে সাইমুন রহমান সোহাগের গত বৃহস্পতিবার বিয়ে সম্পন্ন হয়। শনিবার ছেলের বাড়িতে বৌ-ভাতের অনুষ্ঠান ছিল। কনের বাড়ির লোকজন আমতলির হলদিয়া গ্রাম থেকে মাইক্রোবাস ও অটোরিকশায় করে আমতলি পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডে ছেলের বাড়ি যাচ্ছিল। পথে দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ১০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার ফোরকান বলেন, ‘সেতুটি উপজেলার চাওড়া ইউনিয়ন ও হলদিয়া ইউনিয়নকে সংযুক্ত করেছে। এখন পর্যন্ত নারী-শিশুসহ ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাচ্ছে।’

মাইক্রোবাসে থাকা সোহেল মিয়া বলেন, ‘মাইক্রোবাসে কনে পক্ষের ১৬ যাত্রী বরের বাড়িতে যাচ্ছিলাম। পথে হলদিয়া হাট ব্রিজে উঠতেই সেটি মাঝখান দিয়ে ভেঙে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। আমিসহ তিন জন সাঁতরে কিনারে উঠতে পেরেছি।’

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন বলেন, ‘মাইক্রোবাস ও অটোগাড়িটি ব্রিজের মাঝখানের আসা মাত্রই ধপাস করে ব্রিজ ভেঙে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধার চেষ্টা চালাই। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়।

সারাবাংলা/পিটিএম

নিহত ১০ বরগুনা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর