Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেমিতে খেলতে হলে অসাধারণ কিছু করতে হবে: তাসকিন

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪ ১২:৫৫

গ্রুপ পর্বের দারুণ তিন জয়ে সুপার এইটে পা দিলেও এই পর্বের শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করা বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে আজ প্রতিপক্ষ ভারত। অ্যান্টিগায় টুর্নামেন্টে টিকে থাকলে হলে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। ম্যাচের আগে বাংলাদেশ পেসার তাসকিন বলছেন, সেমিফাইনালে খেলতে হলে শেষ দুই ম্যাচে অসাধারণ কিছুই করে দেখাতে হবে দলকে।

বিজ্ঞাপন

অজিদের বিপক্ষে ব্যাটে বলে ম্লান ছিল বাংলাদেশ। দাপটের সাথেই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে সুপার এইটের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। এই ম্যাচে হারলেই বিশ্বকাপ থেকে মোটামুটিভাবে বিদায় নেবে বাংলাদেশ।

ম্যাচের আগে তাই তাসকিন বলছেন, সেমিতে খেলতে হলে ভারতের বিপক্ষে দারুণ কিছুই করতে হবে তাদের, ‘ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের অসাধারণ কিছু করতে হবে, যদি আমরা সেমিতে খেলতে চাই! বিশেষ করে ভারতের বিপক্ষে। এই ম্যাচে হেরে গেলে সেমিতে খেলার স্বপ্ন আর থাকবে না। এই ম্যাচটা তাই খুবই গুরুত্বপূর্ণ। সবটুকু দিয়েই আমরা চেষ্টা করবো। আশা করি ভুলের পরিমাণ কম থাকবে, ইতিবাচক কিছু হবে।’

অ্যান্টিগাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে একই ভেন্যুতে ম্যাচ তাদের। এই ভেন্যুতে অন্য ম্যাচে রান উঠলেও বাংলাদেশের ব্যাটাররা রান তুলতে পারেননি। ভারতের বিপক্ষে ব্যাটারদের ফর্মে ফেরার আশা তাসকিনের, ‘অ্যান্টিগা ও বারবাডোসে উইকেট অনেক ভালো। অন্য সব ভেন্যুতে ব্যাটাররা স্ট্রাগল করেছে। আমরা এর থেকে ভালো ব্যাট করতে পারি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এমনটা হয়নি। পরের ম্যাচটা গুরুত্বপূর্ণ। আশা করছি ব্যাটিং বোলিংয়ে ভালো কিছু হবে। ভারতের সাথে জিততে হলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে।’

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ তাসকিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর