Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪ ০৯:১৮ | আপডেট: ২২ জুন ২০২৪ ১৩:৩৬

ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্যটা ছিল মাত্র ১২৯। সুপার এইটের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের দেওয়া এই টার্গেট ছুঁতে কোন হ্যাপাই পোহাতে হয়নি ক্যারিবিয়ানদের। মাত্র ১০.৫ ওভারেই এই লক্ষ্য টপকে গেছেন তারা। শাই হোপের দুর্দান্ত ব্যাটিংয়ে যুক্তরাষ্ট্রকে ৯ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে এখনো বেঁচে রইল তাদের সেমির আশা। টানা দুই হারে অনেকটাই নিশ্চিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিদায়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের দেওয়া মামুলি টার্গেটে ব্যাটিংয়ে নেমে প্রথম বল থেকেই দারুণ আগ্রাসী ব্যাটিং করেছেন দুই ক্যারিবিয়ান ওপেনার। বিশেষ করে ইনজুরিতে থাকা ব্র্যান্ডন কিংয়ের বদলে আজ একাদশে সুযোগ পাওয়া শাই হোপ ছিলে অবিশ্বাস্য ফর্মে। চার ছক্কার বন্যা বইয়ে যুক্তরাষ্ট্রের বোলারদের রীতিমত নাকানি চুবানি খাইয়েছেন তিনি।

৭ ওভারের মাঝে ৬৭ রান তুলেছে ওপেনিং জুটি। ১৫ রান করা জনসন চার্লসকে ফেরান হারমিত। এরপর আর উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। যুক্তরাষ্ট্রের বোলারদের উপর তান্ডব চালিয়েছেন হোপ ও পুরান। ৮ ছক্কা ও ৪ চারে ৩৯ বলে ৮২ রানে অপরাজিত থাকেন হোপ। ৩ ছক্কা ও এক চারে ১২ বলে ২৭ রান করে ক্রিজে ছিলেন পুরানও।

এই জুটির দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ১১ ওভারের মাঝেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় জয়ে ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ইংল্যান্ডকে টপকে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। টানা দুই হারে তলানিতে থাকা যুক্তরাষ্ট্রের বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। ৩ রানের মাথায় প্রথম উইকেট হারায় তারা। স্টিভেন টেইলরকে ২ রানে ফেরান রাসেল। দ্বিতীয় উইকেটে আন্দ্রিস গাউস ও নিতিশ কুমার দলের হাল ভালোভাবেই ধরেছিলেন। পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিং করে এই জুটি ৪৮ রান করলে বড় স্কোরের স্বপ্ন দেখছিল যুক্তরাষ্ট্র।

তবে ২০ রান করা নিতিশকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন মোটি। এরপর দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যুক্তরাষ্ট্র। ১৬ বলে ২৯ রানে ফেরেন ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক গাউসও। মাঝে মিলিন্দ কুমার ও ভ্যান স্ক্যালউইকের দুই ক্যামিও ইনিংসের সুবাদে ১০০ পেরো দলের ইনিংস। তবে দলের মিডল অর্ডার গুড়িয়ে দিয়েছেন চেজ। এতে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

শেষের দিকে আলি খানের ৬ বলে ১৪ রানের ক্যামিওতে দলের স্কোর দাঁড়ায় ১২৮। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন চেজ ও রাসেল।

 

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর