Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোপায় ইতিহাস গড়লেন চিলি গোলরক্ষক ব্রাভো

স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪ ০৮:৫০ | আপডেট: ২২ জুন ২০২৪ ০৯:১১

প্রায় ৮ মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন তিনি। গোলরক্ষক ক্লদিও ব্রাভো এবারের কোপা আমেরিকায় চিলির হয়ে প্রথম ম্যাচে খেলতে নেমেই করেছেন নতুন রেকর্ড। ৪১ বছর বয়সে কোপার ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার নতুন ইতিহাস গড়লেন ব্রাভো।

পেরুর বিপক্ষে ম্যাচে চিলির গোলপোস্ট সামলেছেন সাবেক বার্সা ও সিটি কিপার ব্রাভো। ৪১ বছর ২ মাস ১৬ দিন বয়সে কোপা আমেরিকার ম্যাচে খেলতে নেমে তিনি গড়েছেন রেকর্ড। কোপার ১০৮ বছরের ইতিহাসে তিনিই এখন সবচেয়ে বয়স্ক ফুটবলার। ব্রাভো ছাড়িয়ে গেছেন বলিভিয়ার গোলকিপার কার্লোস ট্রুসোকে। ১৯৯৭ সালের কোপায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিলে ৩৯ বছর ১০ মাস ১৮ দিন বয়সী এই বলিভিয়ান কিপার। ২৭ বছর পর ব্রাভো ভাঙলেন তার রেকর্ড।

বিজ্ঞাপন

ব্রাভোর ইতিহাস গড়ার ম্যাচে ইতিহাস গড়েছেন পেরুর পাওলো গুরেরোও। বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ৪০ বছর বয়সী এই পেরু ফরোয়ার্ড। ব্রাভোর পর কোপার ইতিহাসের দ্বিতীয় বয়স্ক ফুটবলার হয়েছেন তিনি।

ইতিহাস গড়ার ম্যাচে দারুণ কিছু সেভ করে দলকে হারের মুখ থেকে বাঁচিয়েছেন ব্রাভো। গোলশূন্যভাবেই শেষ হয়েছে চিলি-পেরু ম্যাচ।

 

 

সারাবাংলা/এফএম

কোপা আমেরিকা ২০২৪ চিলি ব্রাভো

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর