দারুণ শুরুর পরেও ১৬৩ রানে থামল দক্ষিণ আফ্রিকা
২১ জুন ২০২৪ ২২:১২ | আপডেট: ২১ জুন ২০২৪ ২২:২৩
সুপার এইটের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে দারুণ সূচনা করেছিল দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল। সেন্ট লুসিয়াতে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে উড়ন্ত সূচনা করলেও শেষ পর্যন্ত ইংল্যান্ডের দারুণ ফিরে আসায় বড় স্কোর দাঁড় করাতে পারেনি প্রোটিয়ারা। শেষের দিকে ডেভিড মিলারের ক্যামিওর কল্যাণে ৬ উইকেটে ১৬৩ রান তুলতে পেরেছে দক্ষিণ আফ্রিকা।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকার। আগ্রাসী ডি কক গত ম্যাচের মতো আজও দারুণ শুরু এনে দেন পাওয়ারপ্লেতে। চার ছক্কায় বন্যা বইয়ে আফ্রিকার স্কোর অল্প সময়ের মাঝেই ৫০ পার করান তিনি। অন্য প্রান্তে রেজা হেনড্রিকস এবারও নিজেকে মেলে ধরতে পারেননি। তিনি ক্রিজে ধুঁকলেও ডি ককের ঝড়ে সেটা চোখে পড়েনি। মাত্র ২২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ডি কক। এবারের বিশ্বকাপে এটিই যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরি।
৮৬ রানের জুটি ভাঙে হেনড্রিকস ফিরলে। ২৫ বলে ১৯ রানে তাকে ফেরান মঈন আলি। কিছু সময় পর ফেরেন ডি ককও। ৪ ছক্কা ও ৪ চারে ৩৮ বলে ৬৫ করে আর্চারের বলে ফেরেন তিনি। এরপর থেকেই শুর হয় দক্ষিণ আফ্রিকার দুর্দশা।
৮ রানে থাকা হেনরিখ ক্লাসেনকে অবিশ্বাস্য এক থ্রোতে ফেরান বাটলার। মার্করামও ১ রানে বোল্ড হন আদিল রশিদের বলে। ১১৩ রানে ৪ উইকেট হারিয়ে তখন ধুঁকছে দক্ষিণ আফ্রিকা।
দলের স্কোর ১৫০ পেরিয়েছে মিলারের কল্যাণে। শেষের দিকে ৪ চার ও ২ ছক্কায় ২৮ বলে ৪৩ রান করে আর্চারের বলে প্যাভিলিয়নে ফেরেন মিলার। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৬৩ রান তোলে দক্ষিণ আফ্রিকা। ৪০ রানে তিন উইকেট নিয়ে সেরা বোলার আর্চার।
সারাবাংলা/এফএম