Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্লোভাকিয়াকে হারিয়ে ইউরোতে টিকে রইল ইউক্রেন

স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৪ ২০:৫৫ | আপডেট: ২১ জুন ২০২৪ ২১:০৬

প্রথম ম্যাচে রোমানিয়ার কাছে হেরে ইউরোর শুরুটা ভালো হয়নি ইউক্রেনের। দ্বিতীয় ম্যাচে তাই স্লোভাকিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না তাদের। বাঁচা মরার ম্যাচে পিছিয়ে পড়েও দুর্দান্ত এক ফিরে আসার গল্প রচনা করেছে যুদ্ধবিধ্বস্ত এই দেশটি। গ্রুপ ই এর ম্যাচে স্লোভাকিয়াকে ২-১ গোলে হারিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইউক্রেন।

বেলজিয়ামকে হারিয়ে নিজেদের প্রথম ম্যাচে অঘটনের জন্ম দিয়েছিল স্লোভাকিয়া। ইউক্রেনের বিপক্ষেও শুরুটা দারুণভাবেই করেছিলেন তারা। ম্যাচের শুরু থেকে একের পর এক আক্রমণে ইউক্রেনকে চাপে রাখেন স্লোভাকিয়া ফরোয়ার্ডরা। ফলটাও আসে দ্রুতই। ১৭ মিনিটে লিড নেয় স্লোভাকিয়া। হারাসিনের ক্রসে দারুণ এক হেডে বল জালে জড়ান ইভান শ্রানজ।

বিজ্ঞাপন

৩৩ মিনিটে সমতা আনতে পার ইউক্রেন, টিমিকের শট পোস্টে লেগে ফিরে আসে। ৪৩ মিনিটে আরেকটি সুযোগ নষ্ট করেছেন স্লোভাকিয়ার হারাসিন। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্লোভাকিয়া।

দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে ঘুরে দাঁড়ায় ইউক্রেন। ৫৪ মিনিটে জিনচেনকোর অ্যাসিস্টে সমতা আনেন শ্যাপারেনকো। ম্যাচের ৮০ মিনিটে স্লোভাকিয়াকে চমকে দিয়ে লিড নেয় ইউক্রেন। শ্যাপারেনকোর পাসে বল পেয়ে গোল করতে ভুল করেননি রোমান ইয়ারেমচুক।

শেষ পর্যন্ত ২-১ গোলেই জয় পায় ইউক্রেন। এই জয়ে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল ইউক্রেন। স্লোভাকিয়া ও রোমানিয়াও ৩ পয়েন্টে আছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে রোমানিয়া। তৃতীয় স্থানে আছেন স্লোভাকিয়া। শূন্য পয়েন্ট নিয়ে বেলজিয়াম আছে সবার নিচে।

সারাবাংলা/এফএম

ইউরো ২০২৪

বিজ্ঞাপন

থানা থেকে লুট রাইফেল মিলল পুকুরে
২৩ জানুয়ারি ২০২৫ ২১:০৯

আরো

সম্পর্কিত খবর