টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, বাদ পড়লেন জাকের
২১ জুন ২০২৪ ০৬:১৫ | আপডেট: ২১ জুন ২০২৪ ০৬:৫৭
সুপার এইটের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অ্যান্টিগায় অজিদের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামবেন শান্তরা।
গ্রুপ পর্বে তিন জয়ে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ। সেখানে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে খেলতে নেমেছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। জাকের আলির জায়গায় খেলবেন শেখ মেহেদি। অস্ট্রেলিয়া একাদশে এসেছে দুটি পরিবর্তন। অ্যাস্টন অ্যাগার ও নাথান এলিসের জায়গায় একাদশে ফিরেছে মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।
বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,মাহেদি হাসান।
অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্নাস স্টোয়নিস, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।
সারাবাংলা/এফএম