Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়াকে চমকে দিয়ে সুপার এইট শুরু করবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৪ ২১:৩৬ | আপডেট: ২১ জুন ২০২৪ ০৬:১৭

গ্রুপ পর্বের দারুণ তিন জয়ে সুপার এইটে পা রেখেছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান। সুপার এইটের প্রথম ম্যাচে অ্যান্টিগায় ২১ জুন বাংলাদেশ সময় ভোর ৬.৩০ মিনিটে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ কি পারবে অজিদের চমকে দিয়ে সুপার এইটের প্রথম জয় তুলে নিতে? নাকি দাপুটে জয় দিয়েই দ্বিতীয় রাউন্ড শুরু করবে অস্ট্রেলিয়া?

পরিসংখ্যান 

বিজ্ঞাপন

টি-২০ ফরম্যাটে দুই দল মুখোমুখি হয়েছে ১০বার। এতে কিছুটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া, ৬ ম্যাচে জিতেছে তারা। বাংলাদেশের জয় এসেছে ৪ ম্যাচে। সবশেষ এই ফরম্যাটে ২০২১ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দলের। সেবার বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল অজিরা।

পিচ ও কন্ডিশন

অ্যান্টিগার এই মাঠে এবারের টুর্নামেন্টের বেশ কয়েকটি ম্যাচে হয়েছে প্রচুর রান। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচেও তাই দেখা যেতে পারে ব্যাটারদের দাপট। ম্যাচের দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে সেটা খুব বেশিক্ষণ স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

দলের খবর

গ্রুপ পর্বজুড়েই বাংলাদেশের মাথাব্যথার কারণ ছিল ব্যাটারদের পারফরম্যান্স। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয় কাটিয়ে উঠতে চাইবে বাংলাদেশ। একই সাথে বোলিংয়ে যে দারুণ ছন্দে আছে দল, সেটাও ধরে রাখার চেষ্টা থাকবে শান্তদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের ম্যাচের একাদশ নিয়েই খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।

অন্যদিকে গ্রুপ পর্বে দাপটের সাথে খেলা অস্ট্রেলিয়া ব্যাটে-বলে দুর্দান্ত ফর্মে আছে। বাংলাদেশের বিপক্ষেও সেই ফর্ম ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে অজিরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচের একাদশে আসবে দুই পরিবর্তন। দলে ফিরবেন স্টার্ক ও হ্যাজলউড। পূর্ণশক্তির দল নিয়েই অ্যান্টিগাতে মাঠে নামবেন মার্শরা।

বিজ্ঞাপন

বাংলাদেশ এখন যা পাবে সবই বোনাসঃ হাথুরুসিংহে

হাথুরু জানিয়েছেন, সুপার এইটে ওঠাই প্রথম লক্ষ্য হওয়ায় এই রাউন্ডের সব অর্জনই তার কাছে হবে অতিরিক্ত পাওয়া , ‘সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করতে পেরেছি। বোলাররাই আমাদের টিকিয়ে রেখেছে। আমরা কন্ডিশন বুঝে খেলেছি, এটাকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি। সুপার এইটে আসতে পেরে আমরা খুবই খুশি। এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস। তিন দলকেই আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করব।’

সুপার এইটের প্রথম দুই ম্যাচেই দেখা গেছে রান বন্যা। গ্রুপ পর্বের পিচের চেয়ে এই রাউন্ডের পিচ বেশ আলাদা, সেটার আঁচ শুরুতেই পাওয়া গিয়েছে। হাথুরু বলছেন, পিচ নিয়ে বেশি ভাবছেন না তিনি, ‘অনেক জায়গাতেই ব্যাটারদের জন্য পিচ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। পিচের চরিত্র বুঝাও কঠিন। আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে, তবে সেটা অনেক কঠিন হয়ে উঠল। সেটা বেশি বোলিংবান্ধব হয়ে গিয়েছিল। আমাদের পরিকল্পনা হচ্ছে পিচ যেমনি হোক, ব্যাটিং-বোলিংয়ে শুরুটা ভালো করতে চাই।’

এদিকে অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ বলছেন, সুপার এইটে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষই হবে, ‘আমরা ব্যাটে-বলে ভালো করছি। দলের মাঝে অভিজ্ঞতাও আছে। বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হবে। আমরা নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নেওয়ার চেষ্টা করব।’

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ একাদশ- তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,জাকের আলি।

অস্ট্রেলিয়া একাদশ- ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, টিম ডেভিড, মার্নাস স্টোয়নিস, ম্যাথিউ ওয়েড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, অ্যাডাম জাম্পা, জস হ্যাজলউড।

 

 

 

 

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর