Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সংখ্যা নয়, মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ১৮:১৬ | আপডেট: ২০ জুন ২০২৪ ২০:৩৫

বৃহস্পতিবার ল্যাবএইড হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়

ঢাকা: স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সংখ্যা নয়, মানকেই মুখ্য হিসেবে দেখতে চান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, আমার কাছে সংখ্যা (কোয়ান্টিটি) নয়, বরং মানসম্মত (কোয়ালিটি) চিকিৎসা সেবাই মুখ্য। এ ক্ষেত্রে আমাদের সংখ্যা না বাড়িয়ে মানের দিকে নজর দিতে হবে। এন্ডোস্কোপি, আলট্রাসনোগ্রাফিসহ এসব পরীক্ষা একসঙ্গে ৭০টা না করে সংখ্যায় কম হলেও যেন মানসম্মতভাবে তা করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে ধানমন্ডি ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাজধানীসহ সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ঠিক করেছি সারা দেশের স্বাস্থ্যব্যবস্থা নিজে সরেজমিনে দেখব। এর অংশ হিসেবে ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে এসেছি। আজ (বৃহস্পতিবার) সকালেও আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেছি।

মন্ত্রী বলেন, গতকালও (বুধবার) আমি তিনটি হাসপাতাল পরিদর্শন করেছি। ল্যাবএইডে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি। যারা চিকিৎসা নিচ্ছেন তাদের সঙ্গেও কথা বলেছি। এ ক্ষেত্রে আমার যেটা পর্যবেক্ষণ, সেবাদাতাদের আরও যত্নশীল হতে হবে।

দরিদ্রদের চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ বাড়ানোর দিকেও তাগিদ দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমি প্রতিনিয়ত বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করছি এবং প্রত্যেকের সঙ্গে কথা বলছি। গতকাল আমি এভারকেয়ার হাসপাতালে বলেছি, প্রতিটি বড় হাসপাতালে যেন গরীব রোগীদের একটা পার্সেন্টেজ থাকে, যেন গরীব রোগীদের জন্যও চিকিৎসা সেবা নেওয়াটা সম্ভব হয়।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, চিকিৎসায় কোনো অবহেলা (নেগ্লিজেন্সি) আমি মেনে নেব না। মানুষের জীবন কিন্তু একটাই। চলে গেলে আর আসে না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী ল্যাবএইড হাসপাতালের জরুরি বিভাগ, মেডিকেল চেকআপ রুম, এন্ডোস্কোপি ও কলোনস্কোপি বিভাগ, সিসিইউ বিভাগসহ বিভিন্ন বিভাগ সরজমিনে পরিদর্শন করেন। এ ছাড়া রেডিওলজিস্টসহ মেডিকেল কনসালট্যান্টদের সঙ্গে চিকিৎসা সেবা পদ্ধতি নিয়ে বিস্তারিত কথা বলেন। হাসপাতালে আসা রোগীদের সঙ্গেও তিনি কথা বলেন।

পরে মন্ত্রী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি গ্যাস্ট্রোএন্টারোলজিসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে রোগী ও চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং ডক্যুমেন্টেশন পদ্ধতি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা দেখতে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডক্যুমেন্টেশন ব্যবস্থা ভালো হতে হবে। ঠিকমতো রোগীর ডক্যুমেন্টেশন নিশ্চিত করা গেলে ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দিলে সেটার সমাধান করা সহজ হয়। এখানকার ডক্যুমেন্টেশন ব্যবস্থা আমার কাছে ভালো মনে হয়নি। উনাদের প্রতি আমার মেসেজ, রোগীর প্রতি আরও যত্নশীল হতে হবে। বিলটাও যেন সহনীয় পর্যায়ে থাকে।

এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ পরিদর্শন করেন ডা. সামন্ত লাল সেন। পরিদর্শনে মন্ত্রী চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষার্থীদের ক্লাসরুম পরিদর্শন করেন এবং চিকিৎসা সেবার বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ ডা. সামন্ত লাল সেন ল্যাবএইড হাসপাতাল স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর