Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৪ ১৪:২৯ | আপডেট: ২০ জুন ২০২৪ ১৪:৩০

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগরে ট্রেনের ধাক্কায় জোস্না বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুন) সন্ধ্যায় দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জোস্না বেগম লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের নোমান বেপারীর মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ওই নারী কানে হেডফোন দিয়ে মোবাইলে কথা বলতে বলতে আনমনে রেল লাইন অতিক্রম করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির রাজশাহীগামী মধুমতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে তিনি রেল লাইনের পাশে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ শ্রীনগর রেল স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশের টিম এবং স্থানীয় থানার পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারী কানে হেডফোন দিয়ে মোবাইলে কথা বলার সময় ওই দুর্ঘটনা ঘটে।

সারাবাংলা/ইআ

ট্রেনের ধাক্কায় মৃত্যু নারীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর